পঞ্চাশে ‘রুপবতী’

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শনিবার সন্ধ্যা সাতটায় সুবচন নাট্য সংসদের ‘রূপবতী’ নাটকটির ৫০তম মঞ্চায়ন হওয়ার কথা রয়েছে। প্রয়াত অভিনেতা, নির্দেশক খালেদ খানের নির্দেশনায় সর্বশেষ নাটক এটি।

জয়ন্ত সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2014, 12:23 PM
Updated : 13 Sept 2014, 12:23 PM

সুবচন নাট্য সংসদের প্রধান আহমেদ গিয়াস জানান, ‘রূপবতী’ নাটকে নারীর চাওয়া-পাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নাটকে দেখা যাবে, গ্রামের এক বংশীবাদকের স্ত্রী রূপবতী। কোকিলকণ্ঠী রূপবতীর কণ্ঠ রোধ করে দেয় ক্ষুধা। সারাদিন বাঁশি বাজিয়েও বংশীবাদক নিজের স্ত্রীর অন্নের যোগান দিতে পারে না। ঘরকন্নার কাজে রূপবতী এই কষ্ট ভোলার চেষ্টা করে, যখন পারে না তখন কাঁদে। তাদের জীবনে আসে এক যাদুকর। সে রূপবতীকে ক্ষুধা ভোলানোর যাদু শেখাতে চায়।এদিকে গ্রামের জমিদারের নজর পড়ে রূপবতীর ওপর। তরুণ বংশীবাদক কিছুই বোঝে না । এরপর একদিন খুন হয়ে যায় রূপবতী। 

নাটকে ‘রূপবতী’ চরিত্রে অভিনয় করছেন সোনিয়া হাসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান, আনসার আলী, সাইফুল ইমাম, আসাদুল ইসলাম, নাহিদা আক্তার, মনিরুল হোসেন শিপন, তানভীর আহম্মেদ ভূইয়া, আসমা কাদের মলি, নাজু, রনি আলম, সবুজ, আলামিন, পুলক, নাঈম, মারুফ, ফারজানা, আসাদ দেওয়ান প্রমুখ।

‘রূপবতী’ নাটকটি সুবচন নাট্য সংসদের ২৯তম প্রযোজনা। ২০০৬ সালে নাটকটি প্রথমবারের মতো মঞ্চস্থ হয়। ভারতের গঙ্গা যমুনা নাট্যোৎসবেও দুইবার মঞ্চস্থ হয়েছে নাটকটি।

‘রুপবতী’ ছাড়াও সুবচন নাট্য সংসদ ‘মহাজনের নাও’ নাটকটি নিয়মিত মঞ্চস্থ করছে।