মিলন মাহমুদের ‘অচেনা শহর’

ঈদুল আযহায় প্রকাশিত হচ্ছে কণ্ঠশিল্পী মিলন মাহমুদের নবম একক অ্যালবাম ‘অচেনা শহর’। ৮টি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো এ অ্যালবামে মেলোডি ধাঁচের তিনটি, মেলোরক দুটি, অল্টারনেটিভ একটি এবং ক্ল্যাসিকাল দুটি গান থাকবে।

তানজিল আহমেদ জনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2014, 11:23 AM
Updated : 13 Sept 2014, 11:23 AM

মিলন গ্লিটজকে জানান, ঈদুল ফিতরে অ্যালবাম প্রকাশের কথা থাকলেও কাজ শেষ করতে পারেননি।

“তাড়াহুড়ো করে অ্যালবামটি প্রকাশের কোনো ইচ্ছা ছিল না আমার। হুট করে অ্যালবামটি বের করলে গানের মান পড়ে যেত। মানের ব্যাপারে আমি কোনো আপোস করতে চাইনি। তাই অ্যালবামটি প্রকাশে এই দেরি।”

অ্যালবামের সাতটি গানের কথা ও সুর মিলন মাহমুদের। একটি গানটি লিখেছেন আলী আসগর। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন সচি শামস ।

ইতোমধ্যে অ্যালবামটির টাইটেল ট্র্যাক ‘অচেনা শহর’ এবং ‘অসময়’- এর মিউজিক ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।

মিলন মাহমুদের প্রথম অ্যালবাম ‘ধ্যান’ প্রকাশিত হয় ২০০৫ সালে। অন্য অ্যালবামগুলো হল ‘ভালোবাসার আহ্বান’, ‘চারিদিকে কোলাহল’, ‘গোপনে’, ‘মন যমুনা’, ‘স্বপ্ন ডানা’,‘পরবাস’ ও ‘আলিঙ্গন’। ‘মন যমুনা’ ও ‘পরবাস’ অ্যালবাম দুটি ছিল ফোক ঘরানার। তার গাওয়া ‘চলো সবাই..’, ‘আরেকটি বার হাতটি ধরো ভালোবেসে’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ক্রিকেট থিম সং ‘লাল সবুজের পতাকা’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।

মিলন মাহমুদ ২০০৯ সালে সিনেমাতে প্লেব্যাক করা শুরু করেন। এ পর্যন্ত ১৬টি সিনেমাতে প্লেব্যাক করেছেন তিনি। রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার ‘মা’ গানটির মাধ্যমে তিনি সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।