ক্ষমা চেয়েও লাভ হলো না

হিন্দু দেবতা গণেশকে নিয়ে গণেশ চতুর্থির দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপাত্মক মন্তব্য করে ক্ষমা চাওয়ার পরও মামলা হলো হিন্দি সিনেমার পরিচালক রাম গোপাল ভার্মার বিরূদ্ধে।

সেঁজুতি শোণিমা নদী, আইএএনএস/বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 11:39 AM
Updated : 1 Sept 2014, 11:40 AM

হায়াদ্রাবাদের এক আইনজীবি কারুনা সাগার রবিবার রাম গোপাল ভার্মার বিরূদ্ধে মামলা দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়া), ৫০৪ (শান্তিভঙ্গে ইচ্ছাকৃতভাবে অপমানসূচক কাজ করা), ৫০৫ (অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিতে পারে-এমন মন্তব্য করা) এবং ২৯৮ (ধর্মানুভূতিতে আঘাত) নম্বর ধারার আওতায় এই মামলাটি গ্রহণ করে সাইবারাবাদের সারুরনাগার থানা।

এ ব্যাপারে সারুরনাগার থানার দায়িত্বে থাকা পুলিশ অফিসার বি নাভিন রেড্ডি জানান, “আমরা ভার্মার নামে একটি মামলা গ্রহণ করেছি। এই মামলা নিয়ে এগুনোর আগে আমরা অবশ্যই আইন বিশেষজ্ঞদের মতামত নেব।”

ভারতের বিভিন্ন স্থানে গণেশকে ঘিরে ১১ দিনের ধর্মীয় উৎসব শুরু হওয়ার ঠিক একদিন আগে বেশ কিছু টুইট করেন রাম গোপাল ভার্মা। টুইটগুলি প্রকাশের সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদ জানিয়ে অনেকেই অভিযোগ করেন।

অবশ্য পরদিনই ক্ষমা চেয়ে আরেকটি টুইট করেছিলেন রাম গোপাল ভার্মা।