বাপ্পী-মিষ্টির ‘লাভ স্টেশন’

ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে আরও এক নতুন নায়িকার।শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে মিষ্টি জান্নাতের।

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 09:49 AM
Updated : 1 Sept 2014, 09:49 AM

শুক্রবার মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে মিষ্টির বিপরীতে দেখা যাবে এ সময়ের ব্যস্ততম নায়ক বাপ্পী চৌধুরীকে।

অভিষেকের আনন্দ থাকলেও মিষ্টির দিন কাটছে ভীষণ উদ্বেগে।

“প্রথম সিনেমা মুক্তি অবশ্যই খুশির ব্যাপার। কিন্তু এ সিনেমাটিই আমাকে চেনাবে দর্শকদের কাছে। দর্শকের প্রতিক্রিয়া দেখতে মুখিয়ে আছি আমি। সিনেমাটি কতটা ব্যবসাসফল হবে, এ চিন্তায় রাতের ঘুম পালিয়েছে আমার।”

মিষ্টির মতো সাফল্যের অপেক্ষায় নায়ক বাপ্পীও।

“মিষ্টির সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা। আমাদের রসায়নটা দারুণ হয়েছে। সিনেমাটি কতটা ব্যবসাসফল হয়, তার প্রতীক্ষা করছি।”

পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের ৪৯তম সিনেমা ‘লাভ স্টেশন’। সিনেমাটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।

“আর দশটি রোমান্টিক সিনেমা থেকে আলাদা ‘লাভ স্টেশন’। দুই তরুণ-তরুণীর প্রেমকে ভিন্ন আঙ্গিকে উপস্থানের চেষ্টা করেছি আমি। দর্শক অনেক নতুনত্ব পাবে।”

সিনেমাতে দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিবিড়ের সঙ্গে কলেজপড়ুয়া কাজলের দেখা হয় এক রেলস্টেশনে। দুজনেই চট্টগ্রামের যাত্রী। স্টেশন থেকেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তারা। তবে এক পর্যায়ে সব দ্বন্দ্ব ভুলে জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে। প্রেমের এক পর্যায়ে জানা যায়, নিবিড়ের পরিবারের সঙ্গে কাজলের পরিবারের দা-কুমড়ো সম্পর্ক।

‘লাভ স্টেশন’প্রথম সপ্তাহে ৮০টি হলে মুক্তি পাবে বলে জানালেন লিটন।

নবাগত মিষ্টির ‘চিনি বিবি’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায়। ময়মনসিংহের আঞ্চলিক কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মিষ্টি নাম ভূমিকাতেই অভিনয় করছেন। এছাড়াও অভিনয় করবেন জাকির হোসেন রাজুর ‘পথকলি’ সিনেমাতে। ‘পথকলি’ সিনেমাতে মিষ্টির বিপরীতে রয়েছেন নবাগত অভিনেতা শিপন মিত্র।

বাপ্পী এখন কাজ করছেন মাহির বিপরীতে ‘অনেক দামে কেনা’সিনেমায়। এ সিনেমার পরিচালকও জাকির হোসেন রাজু। এ সিনেমার মাধ্যমে দুই বছর পর পর্দায় ফিরছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আরও অভিনয় করছেন ইস্পাহানি আরিফ জাহানের ‘গুন্ডা-দ্য টেররিস্ট’ এবং ফারুক ওমরের ‘লাভার নাম্বার ওয়ান’ সিনেমাতে।