বক্স-অফিসে ধুঁকছে ‘রাজা নাটওয়ারলাল’

সমালোচকদের মন ভরালেও সিনেমা হলে দর্শক টানতে পারছে না সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘রাজা নাটওয়ারলাল’। এমরান হাশমি অভিনীত সিনেমাটি মুক্তির দুই দিনে আয় করেছে মাত্র ১১ কোটি রুপি।

সেঁজুতি শোণিমা নদীআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 01:49 PM
Updated : 31 August 2014, 01:49 PM

৩৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি শুক্রবার ভারতজুড়ে দুই হাজারেরও বেশি হলে মুক্তি পায়। সিনেমাটির আয়ের গতি দেখে বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন এক সপ্তাহেও মূলধন ওঠাতে পারবে না ‘রাজা নাটওয়ারলাল’।

মাল্টিমিডিয়া কম্বাইন্সের রাজেশ থাডানি বলেন, “প্রথম দুই দিনে আয় ১১ কোটি রুপি। এটা কিন্তু খুবই কম সংগ্রহ। এভাবে চললে এক সপ্তাহে হয়তো ২০ কোটি ছাড়াবে সিনেমাটি।”

অনেকে বলছেন সিনেমার সংগীত এবং এমরান হাশমির সঙ্গে নবাগতা পাকিস্তানি অভিনেত্রী হুমায়মা মালিকের পর্দা রসায়ন হতাশ করেছে, আর তাই সিনেমাও সাফল্যের মুখ দেখছে না।

বাণিজ্য বিশ্লেষক কোমাল নাহতা টুইট করেন, “সিনেমাটি নাটকীয়। কিন্তু এর গানগুলো আর রোমান্স ছিল দুর্বল। সিনেমাটি এ কারণেই খুব বেশি আবেদন জাগাতে পারেনি।”

আরেকজন সমালোচক জানিয়েছেন, সিনেমায় অনেক রকমের ঘটনা দেখালেও তাতে এমরান হাশমির সরাসরি সম্পৃক্ততা ছিল কমই। এর ফলে তার অভিনয়ও এমন কিছু আহামরি হয়নি।

সিনেমায় এমরান আর হুমায়মা ছাড়াও আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং কেকে মেনন।