টম হ্যাঙ্কসের ‘ইনফার্নো’

‘দ্য দা ভিঞ্চি কোড’ এবং ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস’-এর পর মার্কিন লেখন ড্যান ব্রাউনের থ্রিলার ‘ইনফার্নো’ বইটির ওপরও নির্মিত হতে যাচ্ছে সিনেমা। আর সেই সঙ্গে হার্ভার্ড সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডনের চরিত্রে ফিরছেন টম হ্যাঙ্কস।

শরীফুল হক আনন্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 01:58 PM
Updated : 28 August 2014, 01:58 PM

এর আগের দুটি সিনেমাতেও ড্যান ব্রাউনের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ‘রবার্ট ল্যাংডন’-এর ভূমিকায় অভিনয় করেছেন ৫৮ বছর বয়সী এই অভিনেতা।

২০১৬ সালের এপ্রিলে শুটিং শুরু হবে ‘ইনফার্নো’ সিনেমার। আর সিনেমাটি পরিচালনা করবেন ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’-এর পরিচালক রন হাওয়ার্ডই। 

‘ইনফার্নো’ উপন্যাসটি প্রকাশের প্রথম সপ্তাহেই বিক্রি হয়ে যায় এর আড়াই লাখেরও বেশি কপি। এর আগে ড্যান ব্রাউনের উপন্যাস অবলম্বনে নির্মিত দুটি সিনেমাই বেশ ভালো ব্যবসা করেছিল, যা থেকে ভালই লাভবান হয়েছিল সিনেমার স্বত্বধারী ‘সনি’। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য দা ভিঞ্চি কোড’ আয় করেছিল প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। আর ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’ তুলে এনেছিল ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি।

‘ইনফার্নো’ সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের ডিসেম্বরে।