ঢাকাই সিনেমায় পরমব্রত, সৌমিত্র 

পানি সংকট নিয়ে সিনেমা নির্মাণ করছেন অনিমেষ আইচ। তার তৃতীয় সিনেমা ‘জেদ’-এর মধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে টেলিভিশন নাটকের চেনা মুখ ভাবনার। তাও আবার ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে। 

তানজিল আহমেদ জনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 12:40 PM
Updated : 28 August 2014, 12:41 PM

সিনেমায় আরও দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে।  

চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্যও লিখেছেন পরিচালক অনিমেষ আইচ। 

সিনেমায় ভাবনার চরিত্রের নাম নয়নতারা। সিনেমায় দেখা যাবে, নয়নতারা ঢাকায় বেড়ে ওঠা একটি মেয়ে। পানি আনতে গিয়ে কিছু বখাটে ছেলের কাছে অপমানিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। এরপর সে যা পায় তাতেই পানি জমিয়ে রাখে। একদিন মহানগরে পানির তীব্র সংকট দেখা দিলে সবাই পানির জন্য ছুটে যায় নয়নতারার কাছে। 

‘জেদ’ নিয়ে ভাবনা বলেন, “সিনেমার গল্পটি আমার ভীষণ মনে ধরেছে। পরিচালক অনিমেষ আইচের বেশকিছু দারুণ নাটকে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। নয়নতারা চরিত্রটি একটি সংগ্রামী মেয়ের, যার মাধ্যমেই আবর্তিত হবে সিনেমার কাহিনি। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।”  

ইমপ্রেস টেলিফিল্মের ৭৭তম সিনেমা ‘জেদ’- এর শুটিং শুরু হবে চলতি বছর অক্টোবরে।

এর আগে ‘না-মানুষ’ এবং ‘জিরো ডিগ্রি’ নামে দুটি সিনেমা নির্মাণ শুরু করলেও নানা জটিলতায় সে সিনেমা দুটির কাজ শেষ করতে পারেননি অনিমেষ।