এবার ছোটপর্দায় ‘শাটার আইল্যান্ড’

অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসেসি এবার তার ২০১০ সালের মনস্তাত্বিক থ্রিলার সিনেমা ‘শাটার আইল্যান্ড’ অবলম্বনে তৈরি করছেন টিভি সিরিজ। প্রাথমিকভাবে সিরিজটির নাম রাখা হয়েছে ‘অ্যাশফিল্ড’, যা হবে মূল সিনেমার প্রিকুয়াল। সিনেমায় দেখানো শাটার আইল্যান্ডের মানসিক হাসপাতালের আগের ইতিহাসই তুলে ধরা হবে এই সিরিজে।

সেঁজুতি শোণিমা নদীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 11:01 AM
Updated : 27 August 2014, 11:01 AM

এইচবিওর জন্য সিরিজের প্রথম পর্বটি পরিচালনাও করবেন স্করসেসি। মূল সিনেমাটি তৈরী হয়েছিল ডেনিস লিহানের একই নামের উপন্যাস থেকে। টিভি সিরিজের জন্যও চিত্রনাট্য তিনিই লিখবেন বলে জানা গেছে। তবে এতে মুর চরিতে কে অভিনয় করছেন, এ ব্যাপারে কিছু ঠিক করা হয়নি এখনও।

‘শাটার আইল্যান্ড’-এর মূল চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, এমিলি মর্টিমার এবং মার্ক রুফালো।

বিবিসি বলছে, ‘বোর্ডওয়াক এম্পায়ার’-এর পর এটিই হবে ছোটপর্দার জন্য স্করসেসির প্রথম কাজ। চার বছর আগে শুরু হওয়া এই পিরিয়ডিকাল ক্রাইম-ড্রামা টিভি সিরিজের চারটি সিজন বেরিয়েছে এ পর্যন্ত। এটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন স্করসেসি। পরিচালনা করেছিলেন প্রথম পর্বটিও।

‘বোর্ডওয়াক এম্পায়ার’-এর জন্য ২০১১ সালের গোল্ডেন গ্লোবে দুটি পুরস্কার জিতেছিলেন স্করসেসি। ৭ই সেপ্টেম্বর থেকে এইচবিওতে প্রচার শুরু হবে সিরিজের পঞ্চম এবং শেষ সিজনের।