‘এক কাপ চা’ নিয়ে মৌসুমি-ফেরদৌস

ফেরদৌস-মৌসুমী জুটির ‘এক কাপ চা’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এই সিনেমাতেই শেষ অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদী। 

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 07:05 AM
Updated : 27 August 2014, 07:05 AM

এ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেতা ফেরদৌস। সিনেমাটি তার নিজস্ব প্রতিষ্ঠান নুজহাত ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে। একই সিনেমার মাধ্যমে পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন টিভি নাটকের পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরিদীর এ সিনেমা নির্মাণে বড় অবদান রয়েছে বলে জানালেন নেয়ামুল। বললেন, ফরিদীর অনুরোধেই ফেরদৌসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন তিনি।

নেয়ামুল গ্লিটজকে জানান, দুয়েকদিনের মধ্যেই সিনেমাটি সেন্সরে জমা দেবেন। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর খুব শিগগিরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। 

সিনেমাতে দেখা যাবে, কলেজের ইংরেজির অধ্যাপক ফেরদৌস প্রেমে পড়েন লাইব্রেরিয়ান মৌসুমীর। কিন্তু অর্ন্তমুখী স্বভাবের ফেরদৌস মুখ ফুটে বলতে পারেন না তার মনের কথা। এক পর্যায়ে ঠিক করেন মৌসুমীকে ভালোবাসার কথা জানিয়ে দেবেন। কিন্তু তাকে নানা জটিলতার মুখোমুখি হতে হয়।

সিনেমাতে পানশালার নর্তকীর ভূমিকায় দেখা যাবে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণাকে। হুমায়ূন ফরিদী অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়।

এছাড়াও বিভিন্ন অতিথি চরিত্রে দেখা যাবে, রাজ্জাক, আলমগীর, ইমন, নিপুণসহ ২৭ তারকাকে।

সিনেমাটি ত্রিশটি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক। 

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে আসা নেয়ামুল ‘আদিম আগুনে জ্বলেছিল’, ‘আধারের জীবনশলাকা’, ‘দ্য কাইটস’, ‘জাদুকর’সহ প্রায় একশটি নাটক নির্মাণ করেছেন বলে গ্লিটজকে জানান।

এদিকে ফেরদৌস অভিনীত ‘বৃহন্নলা’ সিনেমাটি ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। মুরাদ পারভেজ পরিচালিত এ সিনেমাতে ফেরদৌসের বিপরীতে রয়েছেন সোহানা সাবা।