‘পিকে’র পোস্টার নিয়ে আবারও মামলা

‘পিকে’ সিনেমার পোস্টার নিষিদ্ধ করার দাবিতে আবারও মামলা হয়েছে। এক সমাজকর্মী এবার মামলা দায়ের করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 11:55 AM
Updated : 19 August 2014, 12:02 PM

মামলার অভিযোগে বলা হয়, নগ্ন আমির খানের পোস্টারটি অশ্লীল এবং কুরুচিপূর্ণ। অপ্রাপ্তবয়স্কদের মননে খারাপ প্রভাব ফেলতে পারে এটি। আর এই পোস্টারটি এখন সংবাদপত্র, টেলিভিশন এবং ইন্টারনেটে প্রদর্শিত হচ্ছে।

অভিযোগকারীর দাবি, সিনেমাটির ভারতে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে এই মর্মে আদেশ জারি করা হোক যে, সিনেমাটির প্রচারে আমির খানের নগ্ন ছবি ব্যবহার করা যাবে না। এমনকি সিনেমা থেকেও এ ধরনের দৃশ্য বাদ দিতে হবে।

মামলায় অভিযুক্ত হয়েছেন সেন্সর বোর্ড কর্মকর্তারা, আমির খান, রাজকুমার হিরানি এবং বিধু বিনোদ চোপড়া।

অভিযোগে আরও বলা হয়, আমির খানের মত একজন অভিনেতা, যার ভাবমূর্তি এত উজ্জ্বল, জনপ্রিয়তার খাতিরে পোস্টারে নগ্ন হওয়া  তাকে মানায় না। তিনি অত্যন্ত লজ্জাজনক একটি কাজ করেছেন এবং তার এ ধরনের ছবি দ্রুত সরিয়ে নেওয়া উচিৎ।

গত সপ্তাহেই পোস্টারটি নিষিদ্ধ করার দাবিতে ভারতের কানপুরে দায়ের করা একটি মামলা সুপ্রিমকোর্টে খারিজ হয়ে যায়। আদালতে বলা হয় “পছন্দ না হলে সিনেমা দেখবেন না। কিন্তু এর মধ্যে ধর্মকে টেনে আনবেন না”। আদালতে আরও বলা হয়, “ এগুলো শিল্প এবং বিনোদনের বিষয়, এগুলোকে সেরকমই থাকতে দিন”।