নিনজা টার্টলরাই শীর্ষে

টানা দ্বিতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে শীর্ষে রয়েছে ‘টিনএইজ মিউট্যান্ট নিনজা টার্টলস’। আশির দশকের জনপ্রিয় কার্টুন সিরিজ থেকে তৈরি করা লাইভ অ্যাকশন সিনেমাটির মোট সংগ্রহ এখন দুই কোটি ৮৪ লাখ ডলার।

সেঁজুতি শোণিমা নদীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2014, 12:34 PM
Updated : 18 August 2014, 12:36 PM

এ সপ্তাহে দুই কোটি ৪৭ লাখ ডলার সংগ্রহ নিয়ে ‘টিনএইজ মিউট্যান্ট নিনজা টার্টলস’-এর ঠিক পেছনেই আছে মার্ভেলের‘গার্ডিয়ান্স অফ  দ্য গ্যালাক্সি’। তিন সপ্তাহ আগে মুক্তি পাওয়া সিনেমাটির মোট আয়  এখন ২২ কোটি ডলারেরও বেশি।

এদিকে  ‍মুক্তির প্রথম রাতেই পৌনে এক কোটি ডলারের বেশি আয়  করলেও ‘দ্য এক্সপেন্ডেবলস থ্রি’-এর কপালে জুটতে যাচ্ছে ফ্লপের তকমাই। সিলভেস্টার স্ট্যালোন,ওয়েসলি স্নাইপস, জেসন স্ট্যাথাম, মেল গিবসন, হ্যারিসন ফোর্ডের মতো তারকা থাকা সত্বেওসিরিজের আগের দুই সিনেমার তুলনায় এবারের পর্বের সংগ্রহ খুব একটা ভাল হয়নি বলেই জানাগেছে।

এর একটি কারণ হতে পারে এবারের সিনেমাটিকে কমবয়সী দর্শকদের দেখার উপযোগী করেবানানোর চেষ্টা। ‘দ্য এক্সপেন্ডেবলস থ্রি’-এর রেটিং পিজি-থারটিন। অর্থাৎ কিশোররাও সিনেমাটি উপভোগ করতে পারবে। এর আগেরদুটি সিনেমাই ছিল প্রাপ্তবয়স্কদের জন্য। ফলে অনেক বেশি অ্যাকশনধর্মী এবং সংবেদনশীলদৃশ্য দেখানো গেছে সিনেমা দুটিতে।সেই সঙ্গে সিনেমাটি নির্মাণের খরচও অনেক বেশি হওয়ায়হিটের খেতাব পেতে সিনেমাটিকে আয়  করতে হবে ২কোটি ডলারের বেশি।