তিনশ' কোটির পথে ‘কিক’

এবার শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’কে ছাড়িয়ে যাবার চেষ্টায় ব্যস্ত সালমান খানের নতুন সিনেমা ‘কিক’। ২৫ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ২২৩ কোটি ৯৪ লাখ রুপি।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2014, 12:27 PM
Updated : 11 August 2014, 12:27 PM

বর্তমানে ‘কিক’ রয়েছে ভারতের বক্স অফিস রেকর্ডের তালিকায় চতুর্থ অবস্থানে।

ভারতজুড়ে সবচেয়ে ব্যবসাসফল তৃতীয় সিনেমা হওয়ার গৌরব এখনও ধরে রেখেছে শাহরুখ খান-দিপিকা পাড়ুকোনের ‘চেন্নাই এক্সপ্রেস’। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, মুক্তির তৃতীয় সপ্তাহে ‘কিক’-এর বক্স অফিস সংগ্রহ ছিল ৮ কোটি ৮৩ লাখ। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর রেকর্ড ভাঙতে দরকার হবে আর মাত্র ৪ কোটি রুপি।  

বিশ্লেষকরা মনে করছেন, সোমবার নাগাদ আরও এক কোটি রুপি আয় করতে পারলেই  ‘চেন্নাই এক্সপ্রেস’কে পেছেনে ফেলে দেবে ‘কিক’।

রেকর্ড ভাঙ্গার গল্প এখানেই শেষ নয়, নিজের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘এক থা টাইগার’-এর আয়কেও ছাড়িয়ে গেছে সালমানের ‘কিক’।

সালমানের ঐতিহ্য বজায় রেখেই ঈদ মৌসুমে মুক্তি দেওয়া হয় অ্যাকশন থ্রিলার ‘কিক’। সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন জ্যাকুলিন ফারনান্দেজ।

চলতি বছরের শুরুতে সালমানের ‘জয় হো’ মুক্তি পাবার পর ভক্তদের প্রত্যাশা অনেক বেশি থাকলেও আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয় সিনেমাটি। কিন্তু ‘কিক’-এর ট্রেইলার মুক্তির পরেই সিনেমাপ্রেমীদের মধ্যে হইচই পড়ে যায়। বলা হচ্ছে, ‘এক থা টাইগার’-এর পর আবারও ফিরেছেন সালমান।

২০১৩ সালের ঈদে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’। মুক্তির পর থেকে জোর ব্যবসা করে সিনেমাটি, যা গিয়ে ঠেকে ২২৭ কোটি রুপিতে।

‘চেন্নাই এক্সপ্রেস’  আয়ের দিক থেক ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-এর রেকর্ড ভেঙ্গে দেয়।

এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় প্রথম স্থানে আছে ‘ধুম থ্রি’। এরপরেই আছে হৃতিক রোশানের ‘কৃশ থ্রি’। আর তৃতীয় অবস্থান নিয়ে লড়াই চলছে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘কিক’-এর মধ্যে।

</div>  </p>