আমিরকে 'প্যান্ট পরিয়ে দিলেন' এমএলএ

অবশেষে আবৃত হল আমিরের নগ্ন দেহ । নতুন সিনেমা ‘পিকে’র পোস্টারে আমির খানের নগ্ন ছবির গায়েই পোশাক পরিয়েছেন কয়েকজন রাজনীতিবিদ।

জেনিফার ডি প্যারিসআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2014, 07:49 AM
Updated : 10 August 2014, 01:21 PM

৯ অগাস্ট জনসম্মুখে আমিরের নগ্ন পোস্টারে কাপড় পরিয়েছেন মহারাষ্ট্রের এমএলএ কৃষ্ণা হেগড়ে।

পোস্টারটিকে ‘ভারতীয় সংস্কৃতি বিরোধী এবং কুরুচিপূর্ণ’ অভিহিত করে তিনি ঢাকঢোল পিটিয়ে হাফপ্যান্ট জুড়ে দেন পোস্টারের ওপর।

সাংবাদিকদের তিনি বলেন, "আমির খান এখন ভালো অভিনেতা, তিনি ‘সাত্যামেভ জায়াতে’র মত সামাজিক অনুষ্ঠান উপস্থাপনা করেন। কিন্তু এ ধরনের পোস্টার আমাদের ভারতীয় সংস্কৃতিবিরোধী এবং কুরুচিপূর্ণ। যারা তাকে আদর্শ হিসেবে মানেন, তাদের পরিবারের উপর এটি খুবই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।"

আমিরের উদ্দেশ্যে তার অনুরোধ ছিল, যত দ্রুত সম্ভব এই পোস্টার যেন সরিয়ে ফেলা হয়।

তবে হেগড়ে জানান, কাউকে নৈতিক মূল্যবোধ শেখানো তার উদ্দেশ্য নয়। কিন্তু তার মতে, আমিরের মত একজন মানী অভিনেতার জনপ্রিয়তা বাড়ানোর জন্য এ ধরনের পোস্টারের কোন প্রয়োজন নেই।

অবশ্য আমিরের দাবী, প্রচার পাবার জন্য নয়, সিনেমার গল্পের প্রয়োজনেই এই পোস্টার তৈরি হয়েছে।

তিনি বলেন, "আপনারা যখন সিনেমাটি দেখবেন, তখন নিজেরাই বুঝতে পারবেন কেন এমন পোস্টার বের হল।"

পোস্টারটি প্রকাশের পর থেকেই ভারতজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি এই পোস্টারের কারণে মামলা করা হয়েছে আমির এবং সিনেমাটির নির্মাতা রাজকুমার হিরানির বিরুদ্ধে।

আমির ছাড়াও ‘পিকে’তে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত এবং আনুশকা শর্মা। সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বরে।