ছোট পর্দায় ঈদ আয়োজন: নাটক

ঈদের বিশেষ নাটক ছাড়া ঈদ আয়োজন যেন অপূর্ণই থেকে যায়৤ গত কয়েক বছরে এক ঘন্টার নাটকের পাশাপাশি নির্মিত হচ্ছে ছয় বা সাত পর্বের ধারাবহিক নাটক৤।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 03:06 PM
Updated : 28 July 2014, 04:32 PM

এটিএন বাংলার নাটক

‘বাগানে ফুল ছিলনা’ ধারাবহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা ৩৫ মিনিটে। মাহফুজুর রহমানের কাহিনি অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন তৌকির আহমেদ, শাহেদ শরীফ খান, মৌসুমী হামিদ, তানিয়া, গোলাম ফরিদা ছন্দা, জর্জ, আরিয়ন, রাশা।

জব্বর আলী সিরিজের ‘মানি আই লাভ ইউ’ ধারাবহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৪৫ মিনিটে। আমজাদ হোসেনের কাহিনি অবলম্বনে নাটকের চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সোহেল আরমান। অভিনয় করেছেন আমজাদ হোসেন, শর্মিলী আহমেদ, আব্দুল আজিজ, আফজাল শরীফ, মুনিরা মিঠু, জিল্লুর রহমান, এস এ হক অলীক, দিলু, নীলয়, তন্ময়, বীথি।

‘জঙ্গী জাহাঙ্গীর ভালোবেসেছিল জুলেখাকে’ পাঁচ খণ্ডে নাটকটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, অহনা, হীরা, শামীম জামান, আ খ ম হাসান, তুষার খান, ডি এ তায়েব, তোফা হাসান, ফারহানা মিঠু।

হানিফ সংকেতের ঈদের নাটক ‘কানকথার কানামাছি’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, তানিয়া আহমেদ, রুনা খান, শশী, আরফান।

‘আলাল দুলাল চতুর্থ পত্র’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন জাহিদ হাসান, সুমাইয়া শিমু, আহসানুল হক মিনু এবং মীর সাব্বির।

‘দ্য পেইন্টার’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকীর আহমেদ, তারিন, মীর সাব্বির, অয়ন চৌধূরী, নোবেল।

রোমান্টিক কমেডি নাটক ‘সেটেল ম্যারেজ’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১১টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয়ে ফজলুর রহমান বাবু, প্রসূন আজাদ, শহিদুল আলম, ইউসুফা আক্তার, মিম চেীধূরী।

‘আরাম কেদারা’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন সৈয়দ মঞ্জরুল ইসলাম, পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন আবুল হায়াত, আবুল কাশেম,  শাহেদ শরীফ, নাদিয়া, শৈলী আহসান।

‘বিয়ে বিয়ে খেলা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ৫০মিনিটে। নাটকটি রচনা করেছেন মানস পাল, পরিচালনা করেছেন এমদাদুল হক খান। অভিনয় করেছেন মীর সাব্বির, জেনি, আমিরুল হক চৌধুরী, আরফান, নদী।

‘এক আকাশ নীল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন ফেরদৌস হাসান, পরিচালনা করেছেন সবুর খান। অভিনয় করেছেন সজল, আফসান আরা বিন্দু, দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, পুতুল, হিমে হাফিজ।

চ্যানেল আইয়ের নাটক

‘ভেলকি লাগ’ প্রচারিত হবে ঈদের আগের দিনরাত ৭টা ৫০ মিনিটে। পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, পুণম হাসান জুঁই, শাহাদাৎ হোসেন, তানিয়া বৃষ্টি।

‘চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে। হুমায়ূন আহমেদ অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায়, শায়লা সাবি, মুহিত।

‘আব্বা ডোন্টমাইন্ড’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা করেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন মোশারফ করিম, চাঁদনী, মাসুদ আলী খান, সালাউদ্দিন লাভলু।

‘কাল্পনিক চরিত্র’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে। রাবেয়া খাতুন এর ‘সব চরিত্র কাল্পনিক’ গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন ফজলুল করিম, পরিচালনায় আবুল হায়াত। অভিনয় করেছেন শাহেদ শরীফ, রিচি সোলায়মান, আবুল হায়াত।

‘মধুময়’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু, আহমেদ রুবেল, মাহফুজ।

‘ইংরেজি শিক্ষার আসর’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ, পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন আফজাল হোসেন ও সুবর্ণা মোস্তফা।

‘স্বর্গপুরী’ প্রচারিত হবে প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা করেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকির আহমেদ। অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকির, বিপাশা হায়াত।

‘প্রেম নিবেদনের ১০১টি উপায়’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিনরাত ৭টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন আনিসুল হক, পরিচালনা তাহের শিপন। অভিনয় করেছেন সজল, শখ, মিতিল।

‘প্রিয়’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয়ে তৌকির আহমেদ, ভাবনা, লুৎফর রহমান জর্জ, এলিয়েন শুভ্র।

‘হারিয়ে যাবার দিন’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৫০ মিনিটে। নাটকটি করেছেন রচনা গীতালি হাসান, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন নাঈম, ইভানা।

‘অপেক্ষা শুধু বর্ষনের’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শহিদুজ্জামান সেলিম। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী।

‘অপূর্ণতা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১১টা ৫ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন জিহাদুল ইসলাম হিমেল।

‘সাউন্ড অব সাইলেন্স’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিনরাত ৭.৫০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমতিয়াজ সজীব। অভিনয় করেছেন নাইম, অগ্নিলা, রুশো, ইমরান।

‘মনে রেখো মিথ্যে’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন তৌহিদ মিটুল। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শশী, আখম হাসান, প্রাণ রায়।

‘১২:৩০ এর ভূত’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন ৭টা ৫০ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন রবিন খান। অভিনয় করেছেন হাসিন, চঞ্চল চৌধুরী, আখম হাসান, তানিয়া বৃষ্টি, শামস সুমন, শাহনূর, স্বাধীন খসরু, তারেক স্বপন।

একুশে টেলিভিশনের নাটক

‘গভীর জলের ভুত’ ধারাবহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ০৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্চন আইচ। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান, আব্দুল্লাহ রানা, এস এম মহসীনস।

‘লাভার নাম্বার ওয়ান’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা ২০ মিনিটে। নাটকটি রচনা করেছেন সোহান খান, পরিচালনা করেছেন রকিব হাসান সূর্য। অভিনয় করেছেন ঈশানা, সোহান খান, সামিয়াসহ আরও অনেকে।

‘ম্যাজিক’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরি। অভিনয় করেছেন রিচি সোলায়মান, অপূর্ব, ফারাহ রুমা।

‘সেতু বন্ধন’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৩০ মিনিটে। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, তারিক স্বপন, মাসুদ রানা মিঠু, ইপশিতা জামান, সুজাত শিমুল, আশরাফ রবি, তপন বাজপেই।

‘গল্পটি তোমার আমার’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়। নাটকটি রচনাও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সজল, মুনিরা মিঠু, প্রবীর কুমার, পিয়াল।

‘ইউ টার্ন’প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ২০মিনিটে। নাটকটি রচনা করেছেন সোনিয়া হাসান, পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন মেহজাবিন, তানজিন তিষা, সুমন পাটোয়ারী, তাওসীফ মাহবুব।

‘মনের মানুষ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দিন রাত ৭টা ২০ মিনিটে। নাটকটি রচনা করেছেন নিজাম লস্কর, পরিচালনা করেছেন হারুন-অর-রশীদ। অভিনয় করেছেন প্রভা, শামল মাওলা।

‘সেয়ানা ঘুঘু’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টায়। নাটকটি রচনা করেছেন জাহিদুল ইসলাম, পরিচালনা করেছেন ইমাম রিপন। অভিনয় করেছেন কচি খন্দকার, মুনমুন।

‘আজি বিজন ঘরে’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে। রচনা করেছেন সহিদ রহমান, পরিচালনা করেছেন রহমতুলল্লাহ তুহিন। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, সানজিদা প্রীতি।

‘সেই মেয়েটি’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৩০মিনিটে। নাটকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। অভিনয় করেছেন নীরব, শায়না।

‘অস্তিত্বে তুমি’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১০টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন আরফান নিশো, অগ্নিলা ইকবাল।

‘জোছনা ঝরা কাব্য’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১১টা ২০ মিনিটে। নাটকটি রচনা করেছেন মাযহারুল মজনু, পরিচালনা করেছেন বাদল শেখ। অভিনয় করেছেন অপূর্ব, কুসুম সিকদার।

‘ভ্যারিয়েশন’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৩০ মিনিটে। নাটকটি রচনা করেছেন আশরাফুল আলম চঞ্চল, পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন অপূর্ব, শখ, স্বাগতা।

‘লোডসেডিং’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১০টায়। নাটকটি রচনা করেছেন তুহিন হোসেন, পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান।

‘কমন ডায়লগ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ২০ মিনিটে। নাটকটি রচনা করেছেন তুহিন হোসেন, পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। অভিনয় করেছেন মেহজাবিন, সজল, টুম্পা।

‘অসমাপ্ত’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১০টায়। নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হক বাপ্পি। অভিনয় করেছেন নিশো, শখ।

‘শ্বাশুরি পটানো অভিযান’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১০টায়। নাটকটি রচনা করেছেন অনামিকা মণ্ডল এবং পরিচালনা ইকরাম আহমেদ পূষন। অভিনয় করেছেন সজল, ফারাহ রুমা। একুশে টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

‘জাস্ট ম্যাজিক’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ৩০ মিনিটে। নাটকটি রচনা করেছেন শাওন কৈরী, পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন অপূর্ব, শায়না।

এনটিভির নাটক

‘রঙের মানুষেরা কেমন আছেন’ ধারবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ওয়াহিদা মল্লিক জলি, প্রাণ রায়, আখম হাসান, তানিয়া আহমেদ, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, রহমত আলী, সমু চৌধুরীসহ আরও অনেকে।

‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’-এর সিকুয়াল ধারাবহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৫০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, মাহমুদুল ইসলাম মিঠু, ম ম মোর্শেদ, উর্মিলা, সাব্বিরসহ আরও অনেকে।

‘টাপুর টুপুর অপেরা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, আল মনসুর, হাসিন রওশন।

‘সূর্যাস্তের আগে’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১১টা ১৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, মিথিলা, মিম চৌধুরী, সাজ্জাদ।

‘হঠাৎ তোমার জন্যে’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। অভিনয় করেছেন  তাহসান, শারলিন, কাজী উজ্জল, ফেরদৌসী লীনা।

‘তবু নক্ষত্র জাগে’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ১৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন  আফজাল হোসেন, বিপাশা হায়াত, নাজনীন হাসান চুমকী।

‘সম্পর্কের গল্প’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয় করেছেন তাহসান, উর্মিলা, সাজু খাদেম, তৌফিকুল ইসলাম ইমন।

‘স্কেচ’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিন, রাসেল।

‘আল্পনা কাজল’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১১টা ১৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশফাক নিপুন। অভিনয় করেছেন ইরেশ যাকের, শখ, অ্যালেন শুভ্র, আরজে অপু।

‘পারিবারিক জীব’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জেনি, কচি খন্দকার, পিদিম, শাহেদ আলী সুজন।

‘রেড কার্পেট’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ১৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন আফরান নিশো, ভাবনা, মৌটুসী বিশ্বাস, মিতা চৌধুরী।

‘সুপার স্টার’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। অভিনয় করেছেন রিয়াজ, নিপূণ, শাকিল প্রমূখ।

‘এ মন হায় নেতা হতে চায়’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ১৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, আল মনসুর, অলিউল ইসলাম রুমি, সুমাইয়া শিমু।

‘ব্ল্যাক কফি’ প্রচারিতে হবে ঈদের সপ্তম দিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকটি রচনা করেছেন রুদ্র মাহফুজ, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, অপূর্ব, উর্মিলা।

‘ইন এ রিলেশনশিপ’ প্রচারিত হেবে ঈদের সপ্তম দিন রাত ১১টা ১৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন অপূর্ব, শায়না, মৌসুমী হামিদ।

আরটিভির নাটক

এক ঘন্টার ব্যাপ্তির পাগল সিরিজ প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৫০ মিনিটে। ঈদের দিন প্রচারিত হবে ‘বিয়ে পাগল’। নাটকটি রচনা করেছেন হামেদ হাসান নোমান, পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন আরফান নিশো, শখ। ‘বউ পাগল’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন জাহিদ হাসান, শশী, শামীম জামান। ‘প্রেম পাগল’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, বিদ্যা সিনহা মীম, শামীম জামান। ‘খেলা পাগল’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন। নাটকটি রচনা করেছেন হামেদ হাসান নোমান, পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন মীর সাব্বির, মম, আরফান, কাজী উজ্জ্বল। ‘জামাই পাগল’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন তৌকির আহমেদ, তারিন জাহান, চিত্রলেখা গুহ। ‘বই পাগল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ, পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কুসুম শিকদার। ‘গাড়ি পাগল’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হামেদ হাসান নোমান। অভিনয় করেছেন মীর সাব্বির, মম, মিলন ভট্টাচার্য্য, আরফান।

‘লায়েক চাঁন দি গ্রেট’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, মোশারফ করিম, প্রভা, প্রসূন আজাদ, ডলি জহুর, প্রাণ রায়, সাব্বির।

‘মিস্টার পাষাণ’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তিশা, প্রাণ রায়।

‘আয়নামহলে আয়না’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ২০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন দেওয়ান রনি। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, মিথিলা, মৌটুসী।

‘লেটস ফ্লাই’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন তিশা, নিশো।

‘সুখে থেকো রেণু আপা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ২০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মৌ, সাজ্জাদ।

বাংলাভিশনের নাটক

‘সিকান্দার বক্স এর হাওয়াই গাড়ী’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আরফান আহমেদ, আশা।

‘ফরমাল-ইন’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুন, মিশু সাব্বির, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা, সোনিয়া ইসলাম, মিলন ভট্টাচার্য্য, মুকুল সিরাজ, ইকবাল বাবু, আল আমিন।

‘জামাই জোট’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে। নাটকটি রচনা করেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে করেছেন মীর সাব্বির, আখম হাসান, প্রাণ রায়, মৌসুমী নাগ, রুনা খান, গোলাম ফরিদা ছন্দা।

হুমায়ূন আহমেদের নাটক ‘জরী কিংবা মিনুর গল্প’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টায়। নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন রওনক হাসান, মৌটুসী বিশ্বাস, স্পর্ষিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়, কামাল আহমেদ, অমিয়, মতিউর রহমান।

‘শুভ প্রাপ্তি’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টায়। নাটকটি রচনা করেছেন দাউদ হোসেন রনি, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন মিথিলা, নিলয়।

‘কবিতার জন্য’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন বিপাশা হায়াত। পরিচালনা করেছেন তৌকির আহমেদ। অভিনয় করেছেন তৌকির আহমেদ, ভাবনা, মাহামুদুল মিঠু, মোহম্মদ কিসলু।

‘সেই রকম ঝালখোর’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায়। নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল, পরিচালনা করেছেন মারুফ মিঠু। অভিনয় করেছেন মোশাররফ করিম, ভাবনা, সবুজ।

‘ভরসা থাকুক চোখের পাতায়’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন শিল্পী সরকার অপু, পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। অভিনয় করেছেন অপি করিম, সজল।

‘দ্বিধা-দ্বন্দ ও ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস, পরিচালনা করেছেন আবীর খান। অভিনয় করেছেন রিয়াজ, নিপুণ, তৌসিফ আহমেদ।

‘উদ্দেশ্য’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৮টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, তাহসান, ইমেল।

‘সুইসাইড সাইফুল’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, অহনা, শামীম জামান।

‘নীল ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৮টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন তিশা, ইরেশ যাকের।

‘যাহা বলিব সত্য হইবে’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তিশা, তন্বী।

‘স্বৈরাচার’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৮টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, আরফান নিশো, শম্পা রেজা, আফজাল কবির।

‘প্রেম ও খুন’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নুসরাত ইমরোজ তিশা, নীরব।

দেশ টিভির নাটক

‘আবার হাওয়া বদল’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টায়। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন তিশা, সাজু খাদেম, এলেন, ইশিকা, কচি খন্দকার, প্রিয়তা, চাষী আলম, আমানুল হক হেলাল, এনামুল হক, শর্মিলী আহমেদ, ইরফান, তানজীকা।

‘সোনার ডিম’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তুহিন রাসেল। অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্না, কাজী উজ্জ্বল, মোহিনী মৌ।

‘সুরঙ্গ’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ, পরিচালনা করেছেন রাইজুল ইসলাম। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, আব্দুল্লাহ রানা, বন্যা মির্জা, শাহাদাত, অর্নিলা গুহ, নাজিবা বাসার।

‘টাকা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৪৫মিনিটে। নাটকটি রচনা করেছেন অনিমেষ আইচ, পরিচালনা করেছেন সামিয়া আফরীন। অভিনয় করেছেন তারিন, লুৎফর রহমান জর্জ।

‘শিহরণ’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন সাদাত রাসেল, পরিচালনা করেছেন সোয়াইবুর রহমান রাসেল। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, কল্যাণ, তারিক আনাম খান।

‘কেউ কথা বলে না’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন ইমন হোসেন, পরিচালনা করেছেন খালেদ আহমেদ সালেহীন। অভিনয় করেছেন শংকর সাঁওজাল, টুনটুনি, ফারহানা মিলি, লুৎফর রহমান জর্জ, আবিদ রেহান, উজ্জ্বল মাহমুদ, সুমনা সোমা।

‘বেলা শেষের গল্প’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন সঞ্জয় কান্ত, পরিচালনা করেছেন জি পি সাধন। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, স্বাগতা, শামস সুমন, আসিফ।

‘রস, কস, সিঙ্গারা, বুলবুলি, মস্তক’ প্রচারিত হবে ঈদের ৭ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন সাকিব হাসান বাধন, পরিচালনা করেছেন তৌফিক উল ইসলাম রাব্বি। অভিনয় করেছেন তৌসিফ, টয়া, ফারহান, নিশো, সাফা কবির।

বৈশাখির নাটক

ফিউশন যাত্রাপালা ‘ডিজিটাল সুন্দরী মহুয়া’ প্রচারিত হবে ঈদের পঞ্চমদিন বিকাল  ৩টা ৪৫ মিনিটে। জাহিদ হোসেন শোভনের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন রওনক হাসান, সীমানা, মনোজ সেন গুপ্ত, জাহিদ হোসেন শোভন, শিরিন বকুল, আহসান কবি ও পিয়া।

এক ঘন্টার নাটক ‘প্রতিসরণ’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ৩০মিনিটে। ‘ময়ুরাক্ষীর হাতে কাগজের বারান্দা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন ২টা ৩০মিনিটে। ‘জলের গল্প’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। ‘হলুদ অ্যাকুরিয়াম’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। ‘স্বর্ণলতা একদিন’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে। ‘লিকুইড লাভ’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। ‘অতঃপর গল্প শুরু’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

চ্যানল নাইনের নাটক

‘জুয়া বাজি’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায়। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূইয়া, প্রভা, নিশা, রওশন হাসান, মীর সাব্বির।

‘ঘুম বাবু’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা  ৪৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন শাহ মোহম্মদ নাঈমূল করিম, পরিচালনা করেছেন সহিদ-উন-নবী। অভিনয় করেছেন  মোশারফ করিম, ফারহা রুমা, মুনিয়া মিঠু, তারিক স্বপন।

‘অনেক তারার রাত’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌকির আহামেদ। অভিনয় করেছেন তৌকির আহমেদ, রাজিব সালেহীন, শারলিন ফারজানা।

‘নেশা লাগার স্বপ্ন’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা  ৪৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন মিশু সাব্বির, ফারহানা মিলি, প্রভা, সমাপ্তি মাসুক, মোস্তাফিজ শাহীন।

‘অপরাধিনী’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন বিপাশা হায়াত ও তৌকির আহমেদ।

‘গোপন কিছু কথা থাকে’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার, পরিচালনা করেছেন ফয়সাল রাজিব। অভিনয় করেছেন তৌকির, বিজরী বরকতউল্লাহ, রিচি, ইন্তেখাব দিনার।

‘বাজি’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন দীপান্বিতা, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন তিশা, রিয়াজ।

‘ছুয়েঁ যায় মন’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৭টা  ৪৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শামীমা শাম্মী। অভিনয় করেছেন রোমানা, প্রভা, নিলয়।

‘লাভ এ্যাট ফাস্ট সাইড’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না। অভিনয় করেছেন আরফান নিশো, নুশরাত ইমরোজ তিশা, আর বি প্রীতম।

‘জি জনাব’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা আনিসুল হক, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন জাহিদ হাসান, জেনি এবং সাবেরী আলম।

‘নামহীন’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। অভিনয়  করেছেন পার্থ বড়ুয়া, শখ।

‘হ্যালো ইয়োলো’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা  ৪৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন শাওন কৈরী, পরিচালনা করেছেন গৌতম কৈরী।

‘পাপ পূণ্য’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, সামিয়া আফরিন, অর্ষা।

মাছরাঙা টেলিভিশনের নাটক

‘তিন বেকারের কর্মশালা’ ধারবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০মিনিটে। নাটকটি রচনা করেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন রতন রিপন। অভিনয় করেছেন মোশাররফ করিম, আখম হাসান, ফারুক আহমেদ, জেনি।

‘চিঠি দিও প্রতিদিন’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ১৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল, পরিচালনা করেছেন ইউসুফ হাসান অর্ক। অভিনয় করেছেন মোশাররফ করিম, বৃষ্টি, রশীদ হারুন, শাহনাজ পারভীন।

‘ঘরপুরুষ’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান, পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রোমানা।

‘মোহ মায়া অথবা প্রেম’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ১৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন আফরান নিশো, নাজিয়া হক অর্ষা, জহির উদ্দিন পিয়ার।

‘ডিগবাজি’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন আল মনসুর, পরিচালনা করেছেন কমল চৌধুরী। অভিনয় করেছেন নওশীন, সৌরভ, জমিরুল হক শাখা, আল আমিন।

‘ডে আউট’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ১৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন শরীফ হোসেন ইমন, পরিচালনা করেছেন হুমায়ুন রশীদ সম্রাট। অভিনয় করেছেন তিশা, নিশো, রাহি, পুতুল, মনোজ, মুমু, শামীম।

‘সিটিজেন পাত্রী’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন আখম হাসান, শামীম জামান, জয় রাজ, অহনা, কচি খন্দকার।

‘বন্ধু ভালোবাসি’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১০টা ১৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। অভিনয় করেছেন অপূর্ব, অর্ষা, চৈতি, আদি, ডলি জহুর।

‘ময়ূরাক্ষী’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে করেছেন সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান, অপর্ণা।

‘নীল জোছনার গল্প’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১০টা ১৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন সজল আহমেদ, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। অভিনয় করেছেন শখ, নাঈম, কল্যাণ, স্বর্ণা।

‘নাগরিক বুনোফুল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন সেতু আরিফ, পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শখ, লুৎফর রহমান জর্জ।

‘হঠাৎ গল্প ওলট পালট’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১০টা ১৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন রূপান্তর, পরিচালনা করেছেন মুহাম্মাদ আশিকুর রহমান। অভিনয় করেছেন রওনক হাসান, ভাবনা, ফারুক।

‘এলোমেলো মন’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন অপূর্ব, মম, মনির খান শিমুল, মেহেদি হাসান পিয়াল।

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন রাত ১০টা ১৫ মিনিটে। নাটকটি রচনা করেছেন মীর মেহেদী, পরিচালনা করেছেন আহমেদ হিমু। অভিনয় করেছেন নিশো, শখ।

গাজী টিভির নাটক

‘আলাল দুলাল ও হাজী চাঁন’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। নাটকটি রচনা করেছেন মেজবাউদ্দিন সুমন, পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস। অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাঈম, মিশু সাব্বির, শশী, উর্মিলা শ্রাবন্তী কর।

এছাড়া বদরুল আনাম সৌদ, ফেরদৌস হাসান, চয়নিকা চৌধুরী, মাতিয়া বানু শুকু, তৌকির আহমেদ, জাহিদ হাসান, ইমরাউল রাফাতসহ খ্যাতনামা নাট্যপরিচালকদের নির্মিত ১২টি এক ঘন্টার নাটক প্রচারিত হবে ঈদ আয়োজনের ছয় দিনে।

এশিয়ান টিভির নাটক

‘ভালোবাসার প্রতিদান’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ১০ মিনিটে। নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন, পরিচালনা করেছন মাইনুল হাসান খোকন। অভিনয়ে করেছেন আনিসুর রহমান মিলন, বাঁধন, জেনী, দিতি, শোয়েব।

‘সংসার যাপন’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। নাটকটিতে অভিনয় করেছেন নওশীন, মিমো, হিল্লোল, হাসান মাসুদ, হাসান জাহাঙ্গীর, সুজাতা।

‘ব্যাক গিয়ার’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাহীন কবির টুটুল। বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন সজল, মম, মেহজাবিন, পিয়া, মুনিরা মিঠু।

‘দ্য গ্রেট জমিদার’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৮টা ২০ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। অভিনয়ে করেছেন তৌকির আহমেদ, নিশো, শ্যামল, বিজরী বরকতউল্লাহ, সুমাইয়া শিমু, তানিয়া হোসেন, শর্মিলী আহমেদ।

‘পালংক’ ধারাবাহিকভাবে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। অভিনয়ে করেছেন নিলয়, অহনা, বাধন, আরমান পারভেজ মুরাদ।

বিশেষ নাটক ‘রত্নগর্ভা’ প্রচারিত হবে ঈদের আগের দিন রাত ৮টা ২০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। নাটকটিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, দিতি, আল মামুন, আরমান পারভেজ মুরাদ, শামীমা নাজনীন, তনিমা আহমেদ।

এসএটিভির নাটক

ছয় পর্বের সিচুয়েশনাল কমেডি নাটক ‘মিশন পসিবল’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে। নাটকটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য এবং নির্দেশনা দিয়েছেন এজাজ মুন্না। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, আফজাল শরীফ, আব্দুল কাদের, কুমকুম হাসান, সুমাইয়া শিমু, উর্মিলা শ্রাবন্তী কর, তাসনুভা তিশা, আমিন আযাদ, শামীম হোসেন।

‘ছবির মত গল্প’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৪০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন তারিন, সাজু খাদেম, সুর্বনা মুস্তফা, শাহাদাৎ হোসেন, আব্দুল্লাহ রানা, লুসি তৃপ্তি গোমেজ, ইকবাল হোসেন।

‘তাঁর বাবা গডফাদার’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৪০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন রওনক হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ।

‘কুন্ডলে’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন ভাবনা, তারিক আনাম খান, শাহাদাৎ হোসেন।

‘সারফেস’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৪০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অমিতাভ রেজা। অভিনয় করেছেন সানজিদা প্রিতী, শাহেদ শরিফ খান।

‘অক্ষয় কোম্পানির জুতো’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৪০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। অভিনয় করেছেন নাঈম, সায়না।

‘অন্দরে আলো’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ৪০ মিনিটে। নাটকটি রচনা করেছেন আহমেদ তাহসিন শামস, পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রুনা খান, নওশাবা, সাজু খাদেম, মিঠু।