ছোট পর্দায় ঈদ আয়োজন: টেলিফিল্ম

একই চ্যানেলে একাধিকবার একই অভিনয়শিল্পীকে দেখার সুযোগ যেমন এবারের ঈদে নেই তেমনি নির্মাতারা কাজও করেছেন অল্প। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবার প্রচারিত হবে ৫০টিরও বেশি টেলিফিল্ম।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 12:32 PM
Updated : 28 July 2014, 04:34 PM

চ্যানেল আইয়ে ১১টি

‘ঘুম ঘুম খেলা’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলন, নওশীন,  সোহেল খান।

‘প্রেম আসে প্রেম যায়’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন ইসরাত জাহান কাদের, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, স্পর্শিয়া।

‘ফ্যান’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, আ খ ম হাসান, উর্মিলা।

‘শুভ বিবাহ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ, হেনা, মারজুক রাসেল, শবনম পারভিন, ম ম মোর্শেদ।

‘সমান্তরাল’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন আকরাম খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিয়া, সাজ্জাদ, শায়লা সাবি।

‘তাঁর মনে সংশয়’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, মীর সাব্বির, রওনক হাসান, সোহেল খান।

‘অ্যাসাইনমেন্ট’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটির মূল ভাবনা ওমর সানীর, রচনা ও পরিচালনা করেছেন ত্বহা মোর্শেদ রুম্মান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী,শহিদুজ্জামান সেলিম, নিশো।

‘তাহাদের বিবাহ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন ফেরারী ফরহাদ, পরিচালনা করেছেন এস এম সুমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান,মুনমুন, সোহেল খান।

‘বিপত্তি’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন মাহবুব বাপ্পি ও পরিচালনা করেছন ইভান রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নিশো, তিশা।

এনটিভিতে আটটি

‘কাগজের ক্যামেরা’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ, শ্যামল মাওলা, আবু হেনা রনি।

‘ব্যাকডেটেড’ প্রচারিত হবে প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা পরিচালনা করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, সারিকা, শম্পা রেজা, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ডলি জহুর, কে এস ফিরোজ, মঈন আহমেদ।

‘ছিন্ন’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, তারিক আনাম খান, লুৎফর রহমান জর্জ, নাঈম,শশী, তুষার খান, আহসানুল হক মিনু, শবনম পারভীন।

‘ভিটামিন টি’ প্রচারিতে হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ১৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। অভিনয় করেছেন  অপর্ণা, মিশু সাব্বির, তারিক আনাম খান, সালমান মুক্তাদীর, রুমা।

‘আমারও যে একলা লাগে’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। দিলারা হাশেমের গল্প অবলম্বনে টেলিফিল্মটির রচনা ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ, হিল্লোল, নওশীন, আজিজুল হাকিম, আহসান হাবিব নাসিম, কুমকুম হাসান,আরজুমান আরা বকুল, আবুল হায়াত, আল মামুন, দিলারা জামান, রাজিব সালেহিন, শামস সুমন।

‘দূরত্ব’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, তিশা, ইরেশ যাকের, আফরান নিশো, মিতা চৌধুরী।

‘অতঃপর ভালবাসার দিন’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। বিদেশী গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তুহিন অবন্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা মিম, সুষমা সরকার, মুনীরা মিঠু, ঝুনা চৌধুরী, লীনা ফেরদৌসী, কাজী উজ্জল।

‘ফায়ার ফ্লাইস’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রিহান রেহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলী ইউসুফ করিম, আসিফ হোসেন, ফাহিম ফিরোজ, রাজি আলি, সমন্বয় ঘোষ, শামীম আজাদ।

মাছরাঙায় সাতটি

‘পিছুটান’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১১টা ২০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন শেখাবুর রহমান শেখব, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, রিচি।

‘আমি চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ২০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু, পরিচালনা করেছেন রুমান রুনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, বিদ্যা সিনহা মীম, মাহমুদুল ইসলাম মিঠু।

‘মাই লাইফ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ২০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপুর্ব, অপর্না ঘোষ, মুনিরা মিঠু, কাজী উজ্জ্বল, ঈশিকা।

‘আশা নিরাশার ভেলা’ প্রচারিত হবে ঈদের চতুর্দিন রাত ১১টা ২০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন আলী সুজন, পরিচালনা করেছেন আলী সুজন ও আবদুল্লাহ আকন্দ মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, প্রসূন আজাদ, মুনিরা মিঠু, লুৎফর রহমান জর্জ।

‘রেড এনভেলপ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ২০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন রাজু সিদ্দিক, পরিচালনা করেছেন সকাল আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন,অর্ষা, আরফান।

‘ঘুনপোকা’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ২০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ,অপূর্ব, সজল।

‘ওশান ব্লু’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন রাত ১১টা ২০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন হাবিব জাকারিয়া উল্লাস, পরিচালনা করেছেন অনন্য ইমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিন খান, শশী,জেবিন, তানভীর, দুখু সুমন।

এটিএন বাংলায় ছয়টি টেলিফিল্ম

‘পায়েল’ প্রচারিত হবে ঈদের আগের রাত ৮টায় ও ঈদের দ্বিতীয় দিন দুপুর ৩টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, শারমীন জোহা শশী।

‘কী সুন্দর অন্ধকার’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ৩টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সুমাইয়া শিমু, সৈয়দ হাসান ইমাম,দিলারা জামান, সিরাজুল ইসলাম।

‘ভালবাসার এক ফোঁটা জল’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ৩টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, রুমানা, তানভীর, সামিহা।

‘ভালোবাসাকে ভালোবাসি’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ৩টা ৫ মিনিটে। মাহফুজুর রহমানের কাহিনি অবলম্বনে টেলিফিল্মটি পরিচালনা করেছেন জি এম সৈকত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শফিকুল ইসলাম বুলবুল, তোহা, শিমু, ঐশী, হুমাইরা।

‘স্বপ্নে বসবাস’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ৩টা ৫ মিনিটে। সাইফুল ইসলামের মূল ভাবনায় টেলিফিল্মটি রচনা করেছেন দুলাল খান, পরিচালনা করেছেন শেখ রুনা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, আফ্রি সেলিনা, হাসান আজাদ, সাবেরী আলম।

‘ভালোবাসি শুধু তোমায়’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ৩টা ৫ মিনিটে। রোকেয়া ইসলামের কাহিনি অবলম্বনে টেলিফিল্মটি রচনা করেছেন সাঈদ তারেক, পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিমো, তানভীর, হান্নান শেলী, সাঈদ তারেক।

চ্যানল নাইনে ছয়টি

‘রিয়েল মার্ডার স্টোরি’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন পংকজ রনি, পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিন, ইন্তেখার দিনার, সুষমা সরকার।

‘প্রতিদিন শনিবার’ প্রচারিত হবে পবিত্র ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন মনিরুল ইসলাম রুবেল, পরিচালনা করেছেন দীপংকর দীপন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন  ভাবনা, রওনক হাসান, রিকো, রিমু, নিমা রহমান।

‘জুয়াড়ী’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন অরন্য আনোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দীন লাভলু, ফারহানা মিলি, লুৎফর রহমান জর্জ, মুনিরা ইউসুফ, ম ম মোর্শেদ, মুনিরা মিঠু।

‘উল্টো দুরবিন’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনায় পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন সায়েদুজ্জামান মিঠু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আশোক ব্যাপারী, শাহরীয়ার নাজিম জয়, ইন্তেখার দিনার, আদনান ফারুক হিল্লোল, জেনী,নওশীন নাহরীন মৌ, নাজিফা জাহান, অর্পণা ঘোষ এবং দীপক বড়ুয়া।

‘ব্ল্যাক কফি উইদ আউট সুগার’ প্রচারিত হবে পঞ্চমদিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ‘অঞ্জন আইচ’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌ, নিশো, শরলিন।

‘মুসিবত রিলোডেড’ প্রচারিত হবে ঈদের ষষ্ট দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন সাধু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলন, চঞ্চল, মিথিলা, শারলিন,আতাউর রহমান।

একুশে টেলিভিশনে ছয়টি

‘কাঠপোঁকা’ প্রচারিত হবে ঈদের দিন বিকাল ৪টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা এবং পরিচালনা করেছেন অঞ্জন আইচ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুমানা, নিশো, ফারুক আহমেদ, এস এম মহসীন।

‘ভালবাসার নৌকা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, সোহান খান, মনিরাজ।

‘গল্পে গল্পে ভালোবাসা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, তিষা।

‘ভালবাসা অতঃপর’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন বিকাল ৪টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন রুদ্র মাহফুজ, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, তারিন।

‘একটি প্রেমের গল্প’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন বিকাল ৪টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিরব শায়না।

‘অভিমান’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন বিকাল ৪টা ৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন ইমদাদুল হক,পরিচালনা করেছেন চৌধুরি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া, দিতি।

এসএ টেলিভিশনে ছয়টি

‘আলো’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে।  টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম, পার্থ বড়ুয়া।

‘যাহা বলিব সত্য বলিব’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছন সুমন্ত আসলাম, পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ,রিচি, তিশা, মৌসুমি হামিদ।

‘বেঁচে থাকার গান’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, আরমান পারভেজ মুরাদ।

‘ঈঅখখওঘএ ইঊখখ’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌ, তৌসিফ, শারলিন।

‘জুয়াড়ি ও সাদা ইদুর’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন, পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ, মামুনুর রশিদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রিয়া।

‘ঢাকা মেট্টো’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্মটির পরিচালনা করেছেন উচ্ছল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আমিন খান, শহীদুল আলম সাচ্চু।

বাংলাভিশনে পাঁচটি টেলিফিল্ম

‘টুকরো মেঘের গল্প’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, মম, মাসুদ আলী খান, আমরিন।

‘এটি একটি সিনেমার গল্প’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, অপর্ণা,চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির।

‘ছায়াবৃক্ষের রাজকন্যা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, তিশা, রওনক, আয়শা মনিকা, রওনক হাসান।

‘সূবর্ণপুর বেশী দূরে নয়’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ১০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, স্পর্শিয়া, তাওসিফ মাহবুব, সুষমা।

‘হ্যালো বাংলাদেশ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন মারুফ রেহমান, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, রূপন্তি।

আরটিভিতে ‘শুভাগমন’

‘শুভাগমন’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১১ টা ৫৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন শাহ মোহম্মদ নাঈমূল করিম, পরিচালনা করেছেন সহিদ-উন-নবী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নিপুণ, আনিসুর রহমান মিলন।

‘ভাই কইসে’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১১ টা ৫৫ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনাকরেছেন শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইশানা, নোভা, জয়, ডা. এজাজ প্রমূখ।