সবার ওপরে ‘আয়রন ম্যান’ 

হলিউডের সবচেয়ে বিত্তশালী তারকাদের কাতারে শীর্ষে আছেন ‘আয়রন ম্যান’ খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। মার্কিন পাক্ষিক ফোর্বস সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে।

শরীফুল হক আনব্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 07:23 AM
Updated : 25 July 2014, 07:23 AM

নব্বইয়ের দশকজুড়ে তেমন বড় বাজেটের সিনেমায় অভিনয় না করলেও ২০০৮-এ এসে মার্ভেলের সুপারহিরো ‘আয়রন ম্যান’ চরিত্র রূপায়ন করে উঠে যান খ্যাতির শীর্ষে। ‘আয়রন ম্যান’-এর তিনটি সিনেমা ছাড়াও অভিনয় করেছেন ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘শার্লক হোমস’-এর মতো দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল সিনেমায়।

আর এভাবেই হলিউডের অন্য অভিনেতাদের চেয়ে আয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে গেছেন ডাউনি জুনিয়র। ২০১২ এবং ২০১৩ টানা দুই বছর তার বাৎসরিক আয় ছিল ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি। আর ২০১৪ সালে আয়ের গ্রাফটা এখন পর্যন্ত উর্ধ্বমুখী।

সামনে ডিজনির ব্যানারে মার্ভেল কমিকস আনছে ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর সিকুয়াল ‘এইজ অফ আল্ট্রন’। ‘আয়রন ম্যান’-এর চরিত্রটিকে ব্যবসাসফল করে তোলায় ডাউনির জায়গায় অন্য কাউকে আয়রন ম্যান হিসেবে ভাবতেও চাচ্ছেন না নির্মাতারা। আর তাই ২০১৫ সালে আবারও ক্ষ্যাপাটে কিন্তু মেধাবী বিলিওনেয়ার সুপারহিরোরূপেই ফিরতে যাচ্ছেন ডাউনি।

কোন সুপারহিরো সিনেমাতে এখনও অভিনয় না করলেও আয়ের তালিকায় অনেককেই পেছনে ফেলেছেন একসময়ের জনপ্রিয় মল্লযোদ্ধা ‘পিপলস’ ডোয়াইন জনসন ‘দ্য রক’। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘জিআইজো’- এর মতো অ্যাকশনধর্মী সিরিজ সিনেমায় অভিনয় করা এই তারকার বাৎসরিক আয় ৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। জুলাইয়ের শেষেই আসছে তার বড় বাজেটের সিনেমা ‘হারকিউলিস’।

৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ‘দ্য হ্যাংওভার’ খ্যাত তারকা ব্র্যাডলি কুপার। আর জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও তার নামের সুখ্যাতি বজায় রেখেছেন এখনও। প্রায় ৪ কোটি মার্কিন ডলার আয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তিনি। আর ৩ কোটি ৭০ লাখ কোটি মার্কিন ডলার আয় নিয়ে পঞ্চম স্থানে আছেন ‘থর’ খ্যাত ক্রিস হেমসওয়ার্থ।