ঢাকায় কুরোসাওয়া চলচ্চিত্র উৎসব

জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়ার ষোড়শ মৃত্যুবার্ষিকীতে ‘আকিরা কুরুসাওয়া  ফিল্ম উইক’ আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া।

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 12:13 PM
Updated : 24 July 2014, 12:13 PM

এ আয়োজনের তাদের সহযোগী জাপান দূতাবাসের জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উৎসবে কুরোসাওয়ার ‘সানজুরো', ‘সেভেন সামুরাই’, ‘ইকিরো’, ‘দ্য ইডিয়ট’, ‘রাশোমন’, ‘রেড বিয়ার্ড’, ‘হাই অ্যান্ড লো’ সহ ১৫টি সিনেমা প্রদর্শিত হবে।

ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায় গ্লিটজকে বলেন, “জাপানি চলচ্চিত্র নিয়ে কথা উঠলে সর্বাগ্রে আকিরা কুরোসাওয়ার কথাই চলে আসে। তিনিই বিশ্ববাসীকে জাপানি চলচ্চিত্র নিয়ে ভাবিয়ে তোলেন। তার চলচ্চিত্র নির্মাণ কৌশলও শিক্ষণীয়। চলচ্চিত্র বিষয়ের শিক্ষার্থী এবং চলচ্চিত্র সংশ্লিষ্টদের জাপানি চলচ্চিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমাদের এ আয়োজন।”

বিবেশ জানান, এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।

উৎসবে ‘ওয়ার্কশপ অন এক্সপ্লোর কুরোসাওয়া’ শিরোনামে কর্মশালার আয়োজন থাকছে। 

১৯৪৩ সালে ‘সানশিরো সুগাতা’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার ‘রাশোমন’ সিনেমাটি  ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লায়ন পুরস্কার জেতার পর জাপানি চলচ্চিত্রের দিকে পশ্চিমের নজর পড়ে। ৫৭ বছরের ক্যারিয়ারে ‘ইকিরো’, ‘সেভেন সামুরাই’,  ‘ইয়োজিম্বো’, ‘কাগেমুসা’ এবং ‘রান’ সহ ৩০টি সিনেমা নির্মাণ করেন কুরোসাওয়া।

১৯৯০ সালে আজীবন সম্মাননা অস্কারে ভূষিত হন। 

১৯৯৮ সালের ৬ সেপ্টেম্বর ৮৮ বছর বয়সে মারা যান কুরোসাওয়া। 

বিবেশ জানান, ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া ২০০৬ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত তারা  চলচ্চিত্র বিষয়ক ১০টি কর্মশালা পরিচালনা করেছে।