বামবা ছাড়তে পারেননি মাকসুদ

তিন বছর আগে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) ছাড়ার জন্য লিখিত আবেদন করে ব্যান্ড মাকসুদ ও ঢাকা। কিন্তু ঈদে বামবার তিনদিনব্যাপী কনসার্টের ঘোষণাটি এসেছে তার ফেইসবুক পেইজ থেকেই।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 10:04 AM
Updated : 20 July 2014, 10:20 AM

তবে বামবার সঙ্গে সক্রিয়ভাবেই যুক্ত আছেন তিনি? 

এ প্রশ্নের জবাব মাকসুদ গ্লিটজকে বলেন, “প্রত্যাহার পত্র এক্সিউটিভ বোর্ড গ্রহণ করেনি সেসময়। বোর্ড আমাকে বলেছে, ‘আমরা যতদিন বামবাতে আছি আপনার কাছেই আছি। আপনার পদ আমরা প্রত্যাহার করতে পারব না’।”

২০১১ সালের ১৫ এপ্রিল নিজের সই করা একটি প্রত্যাহার পত্র বামবার কাছে পাঠান মাকসুদ।

“কিছু ইস্যু, যেটা প্রত্যাহার পত্রেই লেখা ছিল। সেসব অবশ্যই তারা শুধরেছে। আমি সন্তুষ্ট।”

আরও জানালেন সংগঠনের মধ্যে কিছু বৈষম্য ছিল। সেসবও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তবে কবে, কখন বামবার সঙ্গে তার মিটমাটের বিষয়টি ঘটেছে তা নির্দিষ্ট করে বলেননি এই শিল্পী।

“এইভাবে মিউচুয়াল হওয়ার মতো আলাপ বা তারিখ, ক্ষণ বলতে পারব না। এটা মিউচুয়াল হওয়ার কোনো বিষয় না। একটা সংগঠন থেকে আমি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েই রিজাইন করেছিলাম।”

মাকসুদ জানান, ২০১২ সালে খুলনায় আয়োজিত কনসার্টে অংশ নেয় মাকসুদ ও ঢাকা। এমনকি বামবার সবকাজেই সক্রিয় ছিলেন তিনি।

প্রায় দুবছরের বেশি সময়ে বামবা কোনো কনসার্ট আয়োজন করেনি। মাকসুদের মতে শুধু কনসার্ট করা বামবার কাজ না। 

১৯৮৭ সালে গঠিত বামবার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন ফিডব্যাক ব্যান্ডের এই সাবেক ভোকাল। সংগঠনটির প্রতিষ্ঠাতাদের অন্যতমও তিনি।