"যৌথ প্রযোজনা মানেই সমান অংশীদারিত্ব নয়"

'মোস্ট ওয়েলকাম' খ্যাত অনন্য মামুন ও অশোক পাতি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আমি শুধু চেয়েছি তোমায়’ মুক্তি পাচ্ছে ১৬ মে। প্রযোজক বাংলাদেশের অ্যাকশন কাট ও ভারতের এসকে মুভিজ।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2014, 10:55 AM
Updated : 13 May 2014, 10:58 AM

বাংলাদেশি পরিচালক ও প্রযোজক মামুনের মন্তব্য, “বাংলাদেশকে প্রাধান্য দিয়ে রোমান্টিক ধারার একটি বাণ্যিজিক সিনেমা এটি।”

সিনেমার ‘নায়ক-নায়িকা’ চরিত্রে দেখা যাবে অংকুশ হাজরা ও শুভশ্রী গাঙ্গুলীকে। ১৫ মে যমুনা ব্লকবাস্টারে হতে যাওয়া উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিতে বুধবার ঢাকায় আসছেন টালিউডের এই দুই তারকা। একই দিনে ফেরতও যাবেন তারা।

বাংলাদেশি পরিচালক বললেন, “যৌথ প্রযোজনার হলেই 'অর্ধেক এইদেশ’ আর ‘অর্ধেক ওইদেশে’র অংশীদারিত্ব থাকতে হবে, এমন বাধ্যবাধকতা নেই।

“বাংলাদেশের শিল্পীদের প্রাধান্য দিয়ে বাংলাদেশকে সামনে রেখেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।”

আরও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, রহমত আলী, খরাজ মুখোপাধ্যায়, মিশা সওদাগর, ডন, মেঘলা প্রমুখ।

সিনেমাটির সংগীত পরিচালনা করছেন হৃদয় খান, স্যাভি। হৃদয় খানের ‘তুমি যদি’ সহ দুটি গান ব্যাবহার করা হয়েছে সিনেমাটি।

সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী ১৫ মে হলেও ইতোমধ্যে দুটি হলে মুক্তি পেয়েছে ৯ মে।

“ওই সপ্তাহে শাকিব-অপু জুটির একটি সিনেমা মুক্তি পাওয়ায় চাহিদামতো হল পাইনি। সেই সঙ্গে প্রযোজক সমিতির নির্দেশনাও মানতে হয়েছে।”

‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত পরিচালক আরও বলেন, “তাই পরের সপ্তাহে আনুষ্ঠানিক মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।”