পেশা হিসেবে গান নয়: 'ক্লোজ আপ ওয়ান তারকা'

সানিয়া সুলতানা লিজা প্লে-ব্যাক করেছেন কয়েকটি সিনেমায়৤ চলছে দ্বিতীয় অ্যালবামের কাজ।

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2014, 09:20 AM
Updated : 29 April 2014, 10:06 AM

গ্লিটজকে জানান, বিভিন্ন স্টেজ শো ও চ্যানেলের লাইভ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে।

গানে ব্যস্ততা থাকলেও লিজা গানকে কখনও পেশা হিসেবে নিতে চান না। গান তার ‘একান্ত শখের’ বিষয়।

"বাংলাদেশের বাস্তবতায় গানকে পেশা হিসেবে নেওয়ার মতো সুযোগ নেই।” জানালেন  ছয় বছর আগে মিউজিক রিয়্যালিটি শোয়ের এই চ্যাম্পিয়ন।

"গান আমার অনেক সাধনা, ভালোবাসা ও যত্নের জায়গা।  পেশা হিসেবে নিলে না চাইলেও গাইতে হবে আমাকে। দেখা গেল, আমার খুব মন খারাপ। কিন্তু প্রয়োজনের তাগিদে আমাকে জোর করে গাইতে হবে। তখন আর ভালো গান হবে না আমাকে দিয়ে।”

লিজার নতুন অ্যালবামে থাকছে ৮টি গান। গানগুলোর সংগীতায়োজন করছেন নকীব খান, জুয়েল মোর্শেদ, বেলাল খান ও আরফিন রুমি।

অ্যালবামে জুয়েল মোর্শেদের একটি সেমি ক্ল্যাসিক্যাল গান রয়েছে। নকীব খান তার গানে নব্বই দশকের গানগুলোর ছোঁয়া রেখেছেন। এছাড়া অ্যালবামে বেলাল খানের সঙ্গে একটি দ্বৈত গানও থাকছে লিজার।

লিজা সম্প্রতি প্লে-ব্যাক করেছেন মোস্তফা কামাল রাজের ‘তারকাটা’ সিনেমাতে। এছাড়াও ‘ইনোসেন্ট লাভ’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ এবং ‘আয়না সুন্দরী’ সিনেমাতেও গেয়েছেন তিনি।

সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজ আপ ওয়ান’ এর ২০০৮ আসরের চ্যাম্পিয়ন লিজার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে।