শিল্পকলায় বিশ্ব নৃত্য দিবস

সারাদেশের নৃত্যশিল্পীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে ঢাকায় শিল্পকলা একাডেমিতে বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব নৃত্য দিবসের সপ্তাহব্যাপী নৃত্যোৎসব। এটি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার ২৫তম আয়োজন।

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 11:08 AM
Updated : 23 April 2014, 12:31 PM

নৃত্যোৎসবে তাদের সহ-আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

‘চিত্ত  মম বিকশিত হোক নৃত্যের তালে তালে’ শিরোনামে বুধবার বিকাল ৫টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন প্রাঙ্গনে এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিকাল সাড়ে ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় জেষ্ঠ্য নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু উৎসব উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন করবেন।

সন্ধ্যা ৬টায় বিভিন্ন নৃত্য সংগঠনের পরিবেশনায় হবে নৃত্যানুষ্ঠান। নৃত্যে বিশেষ অবদানের জন্য নৃত্যশিল্পী এনামুল হককে সংবর্ধনা প্রদান করা হবে।

এরপর ২৪ থেকে ২৮ এপ্রিল একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় মেলা চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বিশ্ব নৃত্য দিবসের মূল আয়োজন হবে ২৯ এপ্রিল। এদিন সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গল নৃত্যের পর শোভাযাত্রা বের করবে নৃত্যশিল্পী সংস্থা। সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘নৃত্যে তোমার মুক্তির রূপ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বেনজির সালাম ও ওয়ার্দা রিহাব।

সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিসচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নাসরীন আহমেদ।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন নৃত্যশিল্পী লায়লা হাসান। আলোচনা সভাশেষে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন নৃত্যশিল্পী সংস্থা, চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেন।

নৃত্যোৎসবে সারাদেশের নৃত্যশিল্পীদের সংগঠিত করার পাশাপাশি নৃত্যকলাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জোর আবেদন জানাবে নৃত্যশিল্পী সংস্থা।

এ বিষয়ে সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজ রহমান গ্লিটজকে বলেন, “বহুদিন থেকে নৃত্যকলাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে আবেদন জানিয়ে আসছি। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাড়া পেয়েছি। এখন আমরা মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অন্তর্ভুক্তির ব্যাপারেও দাবি জানাব।”

১৯৭৮ সাল থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সদস্য সংখ্যা প্রায় ৫ লাখ। ঢাকাতে ৫০টি নাট্য সংগঠন সংস্থার সদস্যপদ পেয়েছে। মীনু হক ও মাহফুজের নেতৃত্বে পঞ্চম কমিটি এখন সংস্থাটি নেতৃত্ব দিচ্ছে।

এ বিষয়ে সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজ রহমান গ্লিটজকে বলেন, “বহুদিন থেকে নৃত্যকলাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে আবেদন জানিয়ে আসছি। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাড়া পেয়েছি। এখন আমরা মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অন্তর্ভুক্তির ব্যাপারেও দাবি জানাব।”

১৯৭৮ সাল থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সদস্য সংখ্যা প্রায় ৫ লাখ। ঢাকাতে ৫০টি নাট্য সংগঠন সংস্থার সদস্যপদ পেয়েছে। মীনু হক ও মাহফুজের নেতৃত্বে পঞ্চম কমিটি এখন সংস্থাটি নেতৃত্ব দিচ্ছে।