উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান

শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীর মাসিক উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের পঞ্চম তলার পাঠকক্ষে ২৪ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। সংগীত পরিবেশন করবেন মৃত্যুঞ্জয় দাস, লতিফুন জুলিও, বিশ্বজিৎ নট্ট ও জাকীর হোসেন।

চিন্তামন ‍তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 12:40 PM
Updated : 21 April 2014, 12:40 PM

সংগঠনের সাধারণ সম্পাদক উষা রহমান গ্লিটজকে জানান, অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে।

এবারের অনুষ্ঠানে একক বাঁশি পরিবেশনা করবেন মৃত্যুঞ্জয় দাস। কণ্ঠসংগীত পরিবেশন করবেন লতিফুন জুলিও এবং তবলায় সহযোগিতা করবেন বিশ্বজিৎ নট্ট ও জাকীর হোসেন।

উষা বলেন, “শিল্পীরা এর আগে ‘প্রতিভা সন্ধান’ আয়োজনে অংশগ্রহণ করেছেন। তারা প্রত্যেকেই মেধাবী ও প্রতিভাবান।”

শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি করে অনুষ্ঠান আয়োজন করে। এতে গুণী শিল্পীদের পরিবেশনার পাশাপাশি আয়োজন থাকে নবীন শিল্পীদের জন্য ‘প্রতিভা স্ফুরণ’, ‘প্রতিভা বিকাশ’, ‘প্রতিভা সন্ধান’ শীর্ষক অনুষ্ঠান।

সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।

ছবি কৃতজ্ঞতা: শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী।