শেষ শয্যায় বশির আহমেদ

সংগীতশিল্পী বশির আহমেদ রোববার দুপুরে সমাহিত হলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে। এর আগে স্থানীয় মসজিদে জোহরের নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 12:11 PM
Updated : 20 April 2014, 01:43 PM

বশির আহমেদের জামাতা মাসুদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি শনিবার রাতে মোহম্মদপুরের বাবর রোডের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি ১৯৪০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ষাট দশকে চলচ্চিত্রের প্লেব্যাক শিল্পী হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন বশির আহমেদ। তিনি ১৫ বছর বয়স থেকে ওস্তাদ বেলায়েত হোসেনের কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেওয়া শুরু করেন। তিনি ওস্তাদ বড়ে গোলাম আলী কাছ থেকেও তালিম নেন।

জীবদ্দশায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পদক পেয়েছেন বশির আহমেদ। তার স্ত্রী মীনা বশিরও সংগীতশিল্পী। তাদের দুই সন্তান হুমায়রা বশির এবং ছেলে রাজা বশিরেরও গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।

গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ও ডেপুটি স্পিকার মোহম্মদ ফজলে রাব্বী মিয়া। আরও শোক জানিয়েছে উদীচী, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।