ফিরছে আর্টসেল

ব্যান্ড ‘আর্টসেল’ ১৯ এপ্রিল ‘রকনেশন ওভারলোড’ কনসার্টের মাধ্যমে দুই বছর পর পরিবেশনায় ফিরছে।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 09:35 AM
Updated : 17 April 2014, 09:35 AM

কনসার্টটি অনুষ্ঠিত হবে রূপসী বাংলা হোটেলে বিকাল ৪টায়।

‘আর্টসেল’ ২০১২ সালের ১৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পহেলা বৈশাখের কনসার্টে সর্বশেষ অংশ নেয় ।

ব্যান্ডের ভোকালিস্ট ও লিড গিটারিস্ট জর্জ লিঙ্কন ডি কস্তা গ্লিটজকে বলেন, “ভাবতে বেশ ভালো লাগছে আবার ভক্তদের সামনে আসব। দুবছর পর পারফর্ম করব।”

ছবি: পহেলা বৈশাখের কনসার্ট, মল চত্ত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: আর্টসেল।

কনসার্টের জন্য দলে পরিবর্তন আনতে হয়েছে বলে জানান লিঙ্কন।

আর্টসেলের দুই প্রতিষ্ঠাতা সদস্য ড্রামার সাজু ও বেইজিস্ট সেজান অস্ট্রেলিয়ায় রয়েছেন। তাদের পরিবর্তে দুই অতিথি শিল্পী কাজ করবেন।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত আর্টসেল একবার ভাঙনের ঘোষণা দেয় ২০১৩ সালে। তাদের প্রকাশিত অ্যালবাম ‘অন্য সময়’ (২০০২) ও ‘অনিকেত প্রান্তর’ (২০০৬), প্রকাশ করে জি সিরিজ।

সম্প্রতি ব্যান্ডের সদস্যরা এক হয়ে অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নেন। তবে সাজু ও সেজানের ঢাকা ফিরে না আসা পর্যন্ত অ্যালবামের রের্কডিং সেশন শুরু হচ্ছে না বলেও জানান লিঙ্কন।