গোলাপীরা এখন কোথায়?

আমজাদ হোসেন নির্মিত ‘গোলাপীরা এখন কোথায়’ ডকুফিকশনে কাজ করেছেন নওশাবা।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2013, 12:05 PM
Updated : 7 August 2013, 12:05 PM

পরিচালক আমজাদ হোসেনের সৃষ্ট চরিত্র ‘গোলাপী’। ঈদে এই চরিত্রকে ভিন্নরূপে দেখা যাবে টিভি পর্দায়।

সম্প্রতি আমজাদ হোসেন নির্মাণ করেছেন ডকুফিকশন ‘গোলাপীরা এখন কোথায়’। ডকুফিকশনটিতে কাজী নওশাবা আহমেদকে দেখা যাবে গোলাপী চরিত্রে অভিনয় করতে।

এ সম্পর্কে আমজাদ হোসেন বলেন, “অনুষ্ঠানটি দেখে অন্যরকম আনন্দ পাবেন দর্শক। জীবন সংগ্রামের মধ্যেও মানুষ যে একটু বিনোদন খোঁজে সে বিনোদন আমি দিতে চেয়েছি এই ডকুফিকশনের মাধ্যমে।”

এ বিষয়ে নওশাবা গ্লিটজকে বলেন, “আমাদের সমাজের চারপাশে বিভিন্ন জায়গায় আছেন গোলাপী তথা সংগ্রামী নারী। আমি তাদের রূপ নিয়ে দর্শকের সামনে হাজির হয়ে নানা বিষয়ে কথা বলব। দর্শকরা আমাকে কখনও গার্মেন্টসকর্মী, কখনও বস্তির মেয়ের চরিত্রে দেখতে পাবেন। গোলাপী চরিত্রেই হাজির হচ্ছি আমি।”

নির্মাতা আমজাদ হোসেন ‘গোলাপী এখন ট্রেনে’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন ১৯৭৮ সালে। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করে চলচ্চিত্রটি। সিকুয়েল হিসেবে পরবর্তীতে তিনি আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেন, ‘গোলাপী এখন ঢাকায়’ (১৯৯৫) ও ‘গোলাপী এখন বিলেতে’ (২০১০) নামে।

নওশাবা জানান, ডকুফিকশনটি সময় টেলিভিনে প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০ টায়।