অভিনেত্রী মিতা নূরের লাশ উদ্ধার

রাজধানীর গুলশানে নিজের ফ্ল্যাট থেকে টেলিভিশন অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2013, 09:14 PM
Updated : 30 June 2013, 11:55 PM

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে সোমবার সকাল পৌনে ৭টার দিকে তারা গুলশান অ্যাভিনিউয়ে মিতা নূরের বাসায় যান।

সেখানে ড্রইং রুমে সিলিং ফ্যানের সঙ্গে এই অভিনেত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। 

পরিবারের অন্যান্য সদস্যরা সে সময় বাসায় ছিলেন বলে জানান ওসি।

এটা হত্যা না আত্মহত্যা- তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক ‘সাগর সেঁচা সাধ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিতা নূরের অভিষেক হয়। ১৯৯২ সালে আফজাল হোসেনের নির্দেশনায় অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনে মডেল হয়ে ব্যাপক পরিচিতি পান। এরপর তাকে নিয়মিত বিভিন্ন নাটকে দেখা যেতে থাকে। 

টিভি নাটকে অভিনয় ও মডেলিংয়ের পথ ধরে ২০১১ সালে নাট্য নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিতা নূর। ওই বছর ‘চৌঙ্গালি’ নামের একটি খণ্ড নাটক নির্মাণ করেন তিনি।