গ্রাম থিয়েটারের সম্মেলন ও সেলিম আল দীন উৎসব শুরু শুক্রবার

বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৮ম জাতীয় সম্মেলন ও সেলিম আল দীন উৎসব শুক্রবার থেকে শুরু হচ্ছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 05:12 AM
Updated : 31 Oct 2019, 05:12 AM

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও উৎসবের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ।

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের যৌথ আয়োজনে সম্মেলন ও উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুক্রবার থেকে রোববার পর্যন্ত সেলিম আল দীন উৎসব চলবে; শনিবার ও শুক্রবার থাকবে সম্মেলন।

সংবাদ সম্মেলনে নাসির উদ্দীন ইউসুফ বলেন, “১৯৮৬ সালে বাংলাদেশ গ্রাম থিয়েটারের পথচলা শুরু। আমাদের সঙ্গে সারাদেশের সাড়ে তিন শতাধিক নাট্য সংগঠন যুক্ত রয়েছে। আমাদের অনেক কিছু করার ইচ্ছা থাকলেও, আর্থিক সংকটের কারণে করা সম্ভব হয়নি। তারপরও আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি।”

উৎসবে সেলিম আল দীন, বজলুল করিম-মীর মকসুদুস সালেহীন ও ফওজিয়া ইয়াসমিন শিবলীর নামে তিনটি পদক প্রদান করা হবে।

নাট্যোৎসবের প্রথমদিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে রাজশাহীর চারঘাটের পালা ‘বহুরূপে আসব ফিরে’ এবং ফরিদপুরের বাংলা থিয়েটার মঞ্চায়ন করবে সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’।

উৎসবের দ্বিতীয় দিনে নাটোরের ইঙ্গিত থিয়েটার সেলিম আল দীনের ‘চাকা’ এবং জয়পুরহাটের শান্তিনগর থিয়েটার মঞ্চায়ন করবে ‘ইতি পত্রমিতা’।

সমাপনী দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে সাভারের দল বুনন থিয়েটারের নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’।

এছাড়া দ্বিতীয় দিন শনিবার সকালে ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।