শিনার উপস্থাপনায় সেরা দশে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

কে হবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ? উত্তর মিলছে আসছে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 12:32 PM
Updated : 25 Sept 2017, 01:04 PM

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আন্তর্জাতিক আসরে মেধা, সৌন্দর্য, মনন এবং পোশাক-পরিচ্ছদে অনন্য বাংলাদেশি মেয়ের গল্প তুলে ধরতে এর মধ্যেই নির্বাচিত হয়ে গেছে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের শীর্ষ ১০ প্রতিযোগী। এই দশজনের মধ্য থেকেই একজন অংশ নেবেন চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের মূল আসরে।

এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ।

এনটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানের বিভিন্ন ধাপ পেরিয়ে এখন এসে পৌঁছে গেছে চূড়ান্ত পর্বে। ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্র্যান্ড গালা রাউন্ড এবং ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

আর এই আসরের চূড়ান্ত পর্যায়ের ঠিক আগে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় সুন্দরী শিনা চৌহান। তার উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠেছে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত পর্ব। ১৫ সেপ্টেম্বর করপোরেট রাউন্ড থেকে তিনি এ আসর উপস্থাপনায় যোগ দেন।

এ প্রসঙ্গে ‘পিঁপড়াবিদ্যা’খ্যাত নায়িকা শিনা চৌহান বলেন,“ ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা দারুণ একটি আয়োজন হতে যাচ্ছে। এ আয়োজন উপস্থাপনার জন্য আবারও বাংলাদেশে আসতে পেরে আমি উচ্ছ্বসিত।”

প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ দশ প্রতিযোগী হচ্ছেন রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম। এখান থেকে নির্বাচিত ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও অমিকন এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান তাদের আয়োজনটিকে সফল বলে দাবি করেছেন। তাদের ভাষ্যে, “প্রথমবারেই আমরা অভূতপূর্ব সাড়া মিলেছে। এ আয়োজনটি কেবল দেশেই না বরং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে তুলে ধরবে।”

টাইটেল স্পন্সর লাভেলো ছাড়াও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সঙ্গে আরো রয়েছেন ক্রাউন স্পন্সর আমিন জুয়েলার্স, সজীব গ্রুপ, রংধনু গ্রুপ, ভিসনসহ আরো অনেক পার্টনার এবং এসোসিয়েটরা।

আজ মঙ্গলবার এনটিভিতে প্রচারিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড গালা রাউন্ড।