বিশ্বজুড়ে গণহত্যার প্রতিবাদে ‘অবসকিওর’-এর গান

গানে গানে রোহিঙ্গা শরণার্থী ও মিয়ামানমারের রাখাইন রাজ্যে গণহত্যার প্রতিবাদ জানালো অবসকিওর ব্যান্ড।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 12:22 PM
Updated : 24 Sept 2017, 12:22 PM

‘সীমান্তে ফের মানুষের ঢল নামছে/পিছমোড়া বিষ ফেলে দিয়ে গেছে বৃশ্চিক/নাফ নদী জল পেরিয়ে আসতে হচ্ছে/ওরাও মানুষ রাষ্ট্রবিহীন নাগরিক’-এমন কথায় নতুন গান নিয়ে এলো অবসকিওর ব্যান্ড। গানটির কথা লিখেছেন পশ্চিমবঙ্গের কবি অমিত গোস্বামী। সুর ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের দলপ্রধান ও গায়ক সাইদ হাসান টিপু।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ইউটিউবে উন্মুক্ত হয়েছে এর লিরিক্যাল ভিডিও।

গানটি প্রসঙ্গে অবসকিওর ব্যান্ডদল প্রধান সাইদ হাসান টিপু বলেন, ‌“শুধু রোহিঙ্গাই নয়, বিশ্বের সব গণহত্যার বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদস্বরূপ এই গান। আপাতত আমরা লিরিক্যাল ভিডিওটি প্রকাশ করেছি। আসছে ১৫ অক্টোবর এ গানের মূল ভিডিও প্রকাশ করা হবে।”

টিপু জানান, গানটি তাদের পরবর্তী অ্যালবামেও থাকছে । শুধু তাই নয় এ গানের শিরোনামেই হচ্ছে অ্যালবামের নামকরণ। গানটিতে স্মরণ করা হয়েছে দেশের শহীদ বুদ্ধিজীবি জহির রায়হানকে। অন্যদিকে আটটি গানে সাজানো প্রকাশিতব্য অ্যালবামে একুশে গানের অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে ‘আলতাফ’ শিরোনামেরও একটি গান থাকছে বলে জানিয়েছেন টিপু।