চোখের সামনে ওরা বাবা-মাকে হারিয়েছে : ফেরদৌস

ইউনিসেফের সহযোগিতায় রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত একটি শিশুবান্ধব কেন্দ্র পরিদর্শন করেন চিত্রনায়ক ফেরদৌস। শুক্রবার (২২ সেপ্টম্বর) কক্সবাজারের কুতুপালং এলাকায় রোহিঙ্গা শিশুদের সঙ্গে ঘণ্টা তিনেক সময় কাটিয়েছেন তিনি। এসময় রোহিঙ্গা শিশুদের মুখে শুনলেন বিভৎস নির্যাতনের ঘটনা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 01:19 PM
Updated : 23 Sept 2017, 01:19 PM

গ্লিটজের সঙ্গে আলাপকালে ফেরদৌস বললেন, “সেখানে ১১ শ’ শিশু রয়েছে। প্রত্যেকেই নিজের চোখের সামনে বাবা-মাকে হারিয়েছে।  মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত ওরা। স্বাভাবিক অবস্থায় ফেরানোর উদ্যোগ নিয়েছে ইউনিসেফ।”

শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ ক্যারাম খেলে ও গান করেন তিনি।

তিনি বললেন, “আমি কয়েকজন শিশুকে জিজ্ঞাসা করলাম, সব ঠিক হয়ে গেলে তোমার দেশে ফিরতে চাও কি না? ওরা বলছে, যাবে না। ভয়ে আছে এখনো। ফিরলেই যদি মেরে ফেলে। কতোটা নির্যাতন হলে শিশুরা নিজের দেশে ফিরতে ভয় পায়?”

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে এই অভিনেতা বললেন, “আমাদের দেশের লোকজন অনেক সাপোর্ট করেছেন রোহিঙ্গাদের। প্রচুর মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে। এটা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশংসিত হয়েছে।”

ছবি: ইউনিসেফের ফেইসবুক পেইজ থেকে নেওয়া।