লতা মুঙ্গেশকরের নাম ব্যবহার করে জালিয়াতি, থানায় অভিযোগ

ভারতীয় সংগীত তারকা লতা মুঙ্গেশকর, তার নাম ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়া এক চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 04:12 PM
Updated : 23 Sept 2017, 05:42 AM

‘লগান’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল সে’সহ অসংখ্য সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন ‘ভারতের নাইটিঙ্গেল’খ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর। প্লেব্যাক ছাড়াও রবীন্দ্রসংগীত ও ভজনের জন্যও জনপ্রিয় তিনি।

সংগীতে তার বিশেষ অবদানের জন্য পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার সহ জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার এর মতো অসংখ্য নামী দামী পুরস্কার। ২০০১ সালে তাকে ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বেশ কিছুদিন ধরেই লতা মুঙ্গেশকরের নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন মুম্বাইয়ের অধিবাসী রেবতী খারে। বিভিন্ন অনুষ্ঠানে এ সংগীতশিল্পীর উপস্থিতি নিশ্চিত করার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে তার নামে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শিল্পীর ভাগ্নি রচনা বলেন, “তার নাম ব্যবহার করে জালিয়াতি ও প্রচারণা করে আসছে একটি চক্র। সম্প্রতি আমরা এ বিষয়টি সম্পর্কে জানতে পারি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”

রচনা আরও জানান, এ ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছেন লতা মুঙ্গেশকর। প্রতারণার শিকার ব্যক্তিদের কাছে দুঃখ প্রকাশও করেছেন তিনি।