অ্যামি মাতালো ‘ভিপ’ ও ‘দ্য হ্যান্ডমেইডস টেল’

ছোটপর্দার অস্কার খ্যাত অ্যামি পুরস্কার-২০১৭ জিতলো মার্কিন টিভি সিরিজ ‘ভিপ’ , ‘দ্যা হ্যান্ডমেইডস টেল’ ও ‘বিগ লিট্ল লাইস’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 02:58 PM
Updated : 18 Sept 2017, 02:58 PM

১৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের ‘মাইক্রোসফ্ট থিয়েটার’এ বসে ৬৯তম অ্যামি পুরস্কার আসর। চলতি বছর একাধিক বিভাগে পুরস্কার জিতে আসর মাৎ করেছে ফ্যান্টাসি টিভি সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ ও রাজনৈতিক সিরিজ ‘ভিপ’। এছাড়াও সেরা স্বল্পদৈর্ঘ্য টিভি সিরিজ হিসেবে পুরস্কার জিতেছে ‘বিগ লিটল লাইস’।

ড্রামা সিরিজ বিভাগের সেরা পুরস্কারজয়ী ‘দ্য হ্যান্ডমেইড টেল’এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এলিজাবেথ মস। এছাড়াও এ সিরিজের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী ও সেরা অতিথি চরিত্রের পুরস্কার  জেতেন অ্যান ডাউড ও অ্যালেক্সিস ব্ল্যাডেল। সেরা পরিচালনা, চিত্রনাট্য ও প্রোডাকশন ডিজাইনের জন্যও পুরস্কৃত হয়েছে ব্রুস মিলারের এ টিভি সিরিজটি।

রাজনৈতিক ব্যাঙ্গধর্মী টিভি সিরিজ ‘ভিপ’ গতবছরও মাতিয়েছিলো অ্যামি’র মঞ্চ। চলতি বছরও সেরা কমেডি সিরিজ পুরস্কার জিতে নিয়েছে আর্মান্ডো লানুচ্চি’র এ টিভি সিরিজ। এ সিরিজের জন্য সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জুলিয়া লুই-ড্রেইফাস। সেরা কমেডি চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি ও সেরা চরিত্র-নির্বাচন বিভাগেও পুরস্কৃত হয়েছে ‘ভিপ’।

এছাড়াও সেরা স্বল্পদৈর্ঘ্য টিভি সিরিজ সহ ৪টি বিভাগে পুরস্কার জিতে আলোচনায় রয়েছে ‘বিগ লিট্ল লাইস’। এ সিরিজের জন্য আবারও পুরস্কৃত হলেন অভিনেত্রী নিকোল কিডম্যান। সেরা পার্শ্ব-অভিনেতা, অভিনেত্রী, অতিথি চরিত্র, পরিচালনা ও চিত্রনাট্য সহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়ে সাড়া ফেলেছে জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শো ‘স্যাটার ডে নাইট লাইভ’।

এক নজরে অ্যামি পুরস্কার-২০১৭:

সেরা টিভি সিরিজ (ড্রামা): দ্য হ্যান্ডমেইডস টেল

সেরা টিভি সিরিজ (কমেডি): ভিপ

সেরা টিভি সিরিজ (স্বল্পদৈর্ঘ্য): বিগ লিট্ল লাইস

সেরা টিভি সিরিজ (অন্যান্য): স্যাটারডে নাইট লাইভ

সেরা টিভি চলচ্চিত্র: ব্ল্যাক মিরর: স্যান জুনিপেরো

সেরা রিয়েলিটি অনুষ্ঠান: দ্য ভয়েস

সেরা অভিনেতা ও পার্শ্ব-অভিনেতা (ড্রামা): স্টারলিং কে. ব্রাউন (দিস ইজ আস), জন লিথগো (দ্য ক্রাউন)

সেরা অভিনেতা ও পার্শ্ব-অভিনেতা (কমেডি): ডোনাল্ড গ্লোভার (আটলান্টা), অ্যালেক বল্ডউইন (স্যাটারডে নাইট লাইভ)

সেরা অভিনেতা ও পার্শ্ব-অভিনেতা (স্বল্পদৈর্ঘ্য): রিজ আহমেদ (দ্য নাইট অফ), অ্যালেকজান্ডার স্কার্সগ্রাড (বিগ লিট্ল লাইস)

সেরা অভিনেত্রী ও পার্শ্ব-অভিনেত্রী (ড্রামা): এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইডস টেল), অ্যান ডাউড (দ্য হ্যান্ডমেইডস টেল)

সেরা অভিনেত্রী ও পার্শ্ব-অভিনেত্রী (কমেডি): জুলিয়া লাই-ড্রেইফাস (ভিপ), কেট ম্যাককিনন (স্যাটারডে নাইট লাইভ)

সেরা অভিনেত্রী ও পার্শ্ব-অভিনেত্রী (স্বল্পদৈর্ঘ্য): নিকোল কিডম্যান (বিগ লিট্ল লাইস), লরা ডার্ন (বিগ লিট্ল লাইস)