শ্রাবণ্যর একবছরের কর্মবিরতি

পেশায় চিকিৎসক হলেও অল্প ক’দিনেই ছোটপর্দার জনপ্রিয় উপস্থাপিকার তালিকায় উঠে এসেছে শ্রাবণ্যর নাম। নাটক, মডেলিংয়েও হালের জনপ্রিয় তারকা তিনি। হঠাৎই উধাও হলেন। জানা গেলো, তিনি মালয়শিয়ায়। গত ২৭ অগাস্ট দেশ ছেড়েছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 02:31 PM
Updated : 13 Sept 2017, 02:31 PM

সেখান থেকেই কথা হলো শ্রাবণ্যর সঙ্গে। তিনি বললেন, “মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ে ইমার্জেন্সি মেডিসিনের ওপর পড়াশোনার জন্য এক বছরের জন্য ফেলোশিপ পেয়েছি। সে কারণেই দেশ ছেড়ে আসা। আগামী একবছর তাই ছোটপর্দায় আমার কর্মবিরতি। এ সুযোগে এফসিপিএস পার্ট টুর প্রস্তুতিও শেষ করতে পারব বলে আশা করছি।”

দেশ ছাড়ার আগেও ঈদের বেশকিছু অনুষ্ঠানে দেখা গেছে শ্রাবন্যকে। এশিয়ান টিভিতে তারকাদের নিয়ে সাত পর্বের ‘সেলিব্রেটি কুক’, মাছরাঙা টিভিতে তিন তারকা এবং তিন সাংবাদিককে ‘তর্কে তর্কে খেলা’ ও আটটি জনপ্রিয় ব্যান্ড নিয়ে বিটিভি নির্মিত ঈদের শো ‘রক কার্নিভালে’র সঞ্চালনা করেন তিনি।

মায়ের অসুস্থতা ও পড়াশোনার চাপে বেশকিছু কাজ ছেড়ে দিয়েছেন শ্রাবণ্য। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েও ছেড়ে দিতে হয়েছে। শ্রাবণ্য জানালেন, রিয়ালিটি শোটির সাইনিং মানিও ফিরিয়ে দিতে হয়েছিল তাকে। ছাড়তে হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের উপস্থাপনাও। কেননা, মিডিয়ায় ক্যারিয়ারের পাশাপাশি চিকিৎসক পেশাটাকেও সমান গুরুত্বের চোখেই দেখছেন তিনি।

ছোটপর্দায় জনপ্রিয়তায় এমন মুহুর্তে কর্মবিরতি ক্যারিয়ারে প্রভাব ফেলবে কিনা?

এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্য বলেন, “আসলে একবছর খুব বেশি সময় নয়। দর্শক আমাকে মনে রাখবে বলেই আমার বিশ্বাস। চিকিৎসক পেশাটাও তো আমার ক্যারিয়ার। আমি বিশ্বাস করি, এ কদিনে মিডিয়া ক্যারিয়ার যতটুকু ক্ষতিগ্রস্ত হবে তা ঠিকই কাটিয়ে উঠতে পারব।”

দেশের বাইরে থাকলেও শ্রাবণ্যর সময়টা সেখানে মন্দ কাটছে না। শ্রাবণ্য বললেন, “এখানে আমার জীবনসঙ্গী থাকেন। পড়াশোনার পাশাপাশি আপন মানুষের সঙ্গ পাচ্ছি। খুব একটা মন্দ কাটছে না।”