জন্মদিনে ঋতুপর্ণ’কে স্মরণ করলেন মমতা

“আমরা তাকে অকালেই হারিয়েছি।” ৫৪তম জন্মবার্ষিকীতে পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 04:15 PM
Updated : 31 August 2017, 04:15 PM

১৯৯২ সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে প্রথম চলচ্চিত্র ‘হীরের আংটি’ দিয়ে সকলের নজরে আসেন ঋতুপর্ণ। ভিন্নধর্মী গল্প ও স্বতন্ত্র উপস্থাপন কৌশলের জন্য অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

‘১৯শে এপ্রিল’, ‘দহন’, ‘রেইনকোট’, ‘দ্য লাস্ট লিয়ার’, ‘শুভ মহরত’, ‘সব চরিত্র কাল্পনিক’, চিত্রাঙ্গদা’সহ একাধিক সাড়াজাগানো সিনেমার নির্মাতা ঋতুপর্ণ ঘোষ।

পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে নতুন ধারার প্রবর্তক হিসেবেও তাকে অভিহিত করে থাকেন অনেকে। ২০১৩ সালের ৩০ মে মাত্র ৪৯ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন এ প্রতিভাবান চিত্রপরিচালক।

ইন্ডিয়া টুডে জানায়, ঋতুপর্ণ’র জন্মদিনে তাকে স্মরণ করে এক টুইট পোস্টে মমতা বন্দোপাধ্যায় লিখেছেন, “সময়ের অনেক আগেই চলে গেলেন তিনি। আমরা তাকে অকালেই হারিয়েছি।”

সিনেমার পরিচালক ছাড়াও তিনি ছিলেন অভিনেতা, গীতিকার, লেখক ও চিত্রনাট্যকার।

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ নির্মাতা দেশে-বিদেশে ভূষিত হয়েছেন নামী-দামী পুরস্কার ও সম্মানে।