তিন তালাক নিষিদ্ধের ঘোষণাকে স্বাগত জানালেন হেমা

ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে মুসলমানদের মধ্যে মৌখিকভাবে তিন তালাক প্রদানের প্রথাকে নিষিদ্ধ করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 03:48 PM
Updated : 23 August 2017, 03:48 PM

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা বলেন, “এটা একটা ভালো কাজ হয়েছে। আমি খুশি যে আমার সরকার এটা করতে পেরেছে। তিন তালাকের বিরুদ্ধে রায় দেওয়াটা মুসলিম নারীদের জন্য খুবই দরকার ছিল। এর মাধ্যমে নারী ক্ষমতায়ন ও লৈঙ্গিক সমতা নিশ্চিত হবে।”

ভারতের মথুরা আসন থেকে নির্বাচিত হওয়া রাজ্যসভার এই সদস্য আরও বলেন, “আমি নিজেও মথুরায় মুসলিম নারীদের অধিকার নিয়ে কাজ করছি। আমাদের এখানে অনেকগুলো মুসলিম গোষ্ঠী আছে। ঈদের সময়টা আমি তাদের সঙ্গে কাটাই এবং আমরা উৎসাহের সঙ্গে এই উৎসব পালন করি।”

নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করে তিনি আারও বলেন, “আমি সবসময় বলে আসছি, আমি কেবল নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্য নই, আমি সবার। আমাদের সরকারও সব ধর্মের ও গোষ্ঠীর মানুষের জন্য কাজ করছে।”