নায়করাজের মৃত্যুতে তিনদিনের শুটিং স্থগিত

নায়করাজের মৃত্যুতে তিনদিনের শুটিং বাতিল করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 03:20 PM
Updated : 21 August 2017, 03:38 PM

নায়করাজের মৃত্যুতে শোকের বন্যা বইছে চলচ্চিত্রাঙ্গনে। সোমবার সন্ধ্যায় মুহূর্তেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সারাদেশে। শোকতপ্ত চলচ্চিত্রকর্মীরা ছুটে যান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। শেষবারের মতো নায়করাজকে দেখতে ও পরিবারের প্রতি সহর্মর্মীতায় হাসপাতালে ছুটে যান চিত্রনায়ক আলমগীর, গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়িকা অঞ্জনা, ওমর সানি-মৌসুমী, ফেরদৌস, শাকিব খান, জায়েদ খান, সাইমনসহ আরও অনেকে।

এদিকে নায়করাজের মৃত্যুসংবাদ পাওয়ার পরই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তিন দিনের কর্ম বিরতি ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে উপস্থিত হয়ে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এ ঘোষণা দেন। তিনি বলেন, “বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় এ তারকার মৃত্যু চলচ্চিত্রের জন্য বিশাল ধাক্কা। তার সম্মানে আমরা তিন দিন শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।”

চিত্রনায়ক রাজ্জাক দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, উচ্চ রক্তচাপ ও উচ্চমাত্রার ডায়াবেটিসে রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।