‘তিনি ছিলেন, তিনি থাকবেন চিরজীবন’

নায়করাজের মৃত্যুতে শোকের ছায়া সংস্কৃতি অঙ্গনে। গ্লিটজের কাছে তাৎক্ষণিক শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা অঞ্জনা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 01:31 PM
Updated : 21 August 2017, 03:30 PM

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা অঞ্জনা। নায়করাজের সঙ্গে প্রায় ৩৫টি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করা এ নায়িকা কান্নায় ভেঙে পড়ে জানান, আমি একটু আগে শুনেছি। যাচ্ছি ইউনাইটেড হাসপাতালে।

শোক প্রতিক্রিয়ায় অঞ্জনা বলেন, “রাজ্জাক ভাইর সঙ্গে আমার পঁয়ত্রিশটা ছবি। আমার জীবনের সেরা দুটি গানই তার সঙ্গে। একটি ‘অশিক্ষিত’ ছবির ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ আরেকটা ‘অভিযান’ ছবির ‘বাবারে বাবা কই দিলা বিয়া’।

এছাড়া অসংখ্য হিট গান রাজ্জাক ভাইর সঙ্গে আমার। ওনার তুলনা উনি। উনি মহানায়ক আমাদের দেশের, মহানায়ক হয়েই থাকবেন। তিনি ছিলেন, তিনি থাকবেন চিরজীবন। যতদিন এই জাতি বেঁচে থাকবেন,যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, যতদিন পৃথিবী বেঁচে থাকবে।”

পাঁচশর বেশি চলচ্চিত্রের অভিনেতা আবদুর রাজ্জাক বাংলাদেশের মানুষের কাছে নায়করাজ নামেই খ্যাত ছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রে সাদা কালো যুগ থেকে শুরু করে রঙিন যুগ পর্যন্ত দাপটের সঙ্গে ছিলেন রাজ্জাক।

রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের ২৩ জানুয়ারি অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়।