‘মাটির মানুষ’ ফজলুর রহমান বাবু

তরুণ নির্মাতা মুসাফির রনির টেলিছবি ‘মাটির মানুষ’-এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। চ্যানেল আই-এ ২৩ অগাস্ট বুধবার ৩টা ৫ মিনিটে এটি প্রচার হবে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 12:32 PM
Updated : 20 August 2017, 12:32 PM

নিয়ামত আলী ন’টা-পাঁচটা চাকরি করা সহজ সরল একজন মানুষ। ঝামেলা এড়িয়ে চলতেই তিনি পছন্দ করেন। সামনে কেউ দাঁড়ালে অন্য পাশ দিয়ে ঘুরে যান।

অন্যদিকে তার মেয়ে শাপলা বেশ প্রতিবাদী। শহরের ফুটপাতের টোকাইদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে চায় সে। হঠাৎই তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় শহরের বড় সন্ত্রাসী রাজ। রাজের ভয়ে শহরের সবাই তটস্থ।

রাজের এক সহকারি ইমরান শাপলাকে বিয়ে করতে চায়। শাপলা রাজী নয় বলে শুধু হুমকি দিয়েই থামেনা। বিয়ের আসর থেকেও তুলে নিয়ে আসবে বলে জানায়।

কিন্তু এভাবে কতদিন? তাই একদিন নিয়ামত আলি মুখোমুখি হয় সন্ত্রাসী রাজের। এভাবেই এগিয়ে যেতে থাকে টেলিছবির গল্প। এতে নিয়ামত আলীর চরিত্রে অভিনয় করেন বাবু।

আশরাফুজ্জামান বাবু’র রচনায় টেলিছবিটিতে আরো অভিনয় করেছেন শারমীন জোহা শশী, সিয়াম আহমেদ, মাসুদ, জাহাঙ্গির হোসেন বাবর প্রমুখ।