‘ইয়েতি অভিযান’ ট্রেইলারে নেই বাংলাদেশ

গতকাল (১৯ অগাস্ট) প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘ইয়েতি অভিযান’-এর এক ঝলক। ট্রেইলারে ফেরদৌসকে একঝলক দেখা গেলেও খুঁজে পাওয়া যায়নি মিমকে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 11:51 AM
Updated : 20 August 2017, 11:51 AM

২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেইলার জুড়েই দাপট দেখিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ট্রেইলার প্রকাশ হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। ট্রেইলারে প্রসেনজিৎ-এর অভিনয়ে মুগ্ধতার কথা যেমন জানিয়েছেন তেমনি যৌথ প্রযোজনার চলচ্চিত্রে বাংলাদেশি দুই অভিনয়শিল্পীকে উল্লেখ করার মতো কোনো দৃশ্যে না পেয়ে ক্ষোভও প্রকাশ করেছেন বাংলাদেশের অনেক দর্শক ।

 

এমনকি গীতিকার, সুরকার, নির্মাতা, সুরকারসহ কোথাও বাংলাদেশি আর্টিস্টদের খুঁজে পাওয়া যায় নি। বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নামও নেই ট্রেইলারের বিবরণীতে।

ছবিটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এভারেস্টে শুটিংয়ের অনুমতি না মেলায় সুইজারল্যান্ডের আল্পস পর্বতের ১০ হাজার ফুট উচ্চতায় হয়েছে ছবির শুটিং।

আসছে পূজায় দুই বাংলায় ছবিটি মুক্তি পাবে।

কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।