বিজ্ঞানী চরিত্রে জাহিদ হাসান

নির্মাতা আবু হায়াত মাহমুদের ‘লাভটোমিটার’ নামে একটি নাটকে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 02:25 PM
Updated : 19 August 2017, 02:25 PM

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে। এটি রচনা করেছেন পলাশ মাহবুব।

নাটকের গল্পে দেখা যাবে, ‘লাভটোমিটার’ নামের একটি যন্ত্র অবিষ্কার করেছেন জাহিদ হাসান। সেই যন্ত্র মানুষের মনের সত্যিকারের কথা বুঝতে পারে। যন্ত্রটি আবিষ্কারের পর তিনি বুঝতে শুরু করেন, তার আশপাশের মানুষের মনের কথাগুলো তাকে বিষ্মিত করছে। মানুষের মনের কথা আর মুখের কথায় এত বৈপরীত্য! মন আর মুখে এত এত ফারাক! প্রতি পদে পদে ধাক্কা খেতে থাকেন তিনি। এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প।

জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আশরাফুল আশীষ, শহীদুল্লাহ সবুজ, এমিলিসহ আরও অনেকে।

নাটকটি প্রচারিত হবে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায়।