সওদাগরের কন্যা দীপান্বিতা

নির্মাতা মাতিয়া বানু শুকুর ‘রূপের ডালি’ নামে নতুন একটি নাটকে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেত্রী দীপান্বিতা হালদার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 02:06 PM
Updated : 19 August 2017, 02:06 PM

নাচে গানে ভরপুর রূপকথার গল্প নিয়ে নির্মিত নাটকের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে।

দীপান্বিতা গ্লিটজকে বললেন, “সওদাগরের তিন কন্যার মধ্যে দ্বিতীয় কন্যার চরিত্রে অভিনয় করছি আমি। চরিত্রের নাম গুণবতী। সারাদিন জ্ঞান আহরণ করে।”

নাটকে আরো অভিনয় করছেন সুষমা সরকার, সাইমা সাঈদ, ফারুক আহমেদ প্রমুখ।

এটি ছাড়াও এবার ঈদে ছোটকাকু সিরিজে অভিনয় করছেন দীপান্বিতা। নাটকে মেডিক্যাল শিক্ষার্থীর চরিত্রে কাজ করছেন তিনি। তার চরিত্রের নাম ছবি। চরিত্রটি নিয়ে বললেন, “নাটকে আমার দুলাভাই একজন বিখ্যাত ডাক্তার। কিন্তু তার গলা হঠাৎ করে কাজ করে না। সেটা ঘিরেই নাটকের গল্প এগিয়ে যায়।”

পাশাপাশি ‘মুখ ও মুখোশ’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২৭ আগস্ট টরেন্টোতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ছবিটি। ছবিটি প্রদর্শিত হবে ফক্স থিয়েটারে সন্ধ্যা ৭ টায়। দীপান্বিতা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কাজী রাজু, নাফিসা চৌধুরী নাফা, কামাল আহমেদ, খায়রুল আলম সবুজ, মন্জুরুল আলম পান্না প্রমুখ।