নাটকে না করলেন কুমার বিশ্বজিৎ

নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের ধারাবাহিক ‘ঢাক বাজছে ঢাকায়’ থেকে সরে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। আজ (১৭ অগাস্ট) বিকেলে তিনি গ্লিটজকে জানিয়েছেন, “নাটকটি করতে পারছি না।”

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 12:51 PM
Updated : 17 August 2017, 12:51 PM

কী কারণে অভিনয় করছেন না? কুমার বিশ্বজিৎ জানালেন, “ঈদের আগে কিছু মিউজিক ভিডিও আর রেকর্ডিংয়ে কাজে খুব ব্যস্ত আছি। আমি যখন দেশের বাইরে ছিলাম তখন বলা হয়েছিল কাজটার কথা। কিন্তু দেশে ফেরার পর দেখলাম, আমার পক্ষে কাজটা করা সম্ভব না।”

ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে নাটকটি নির্মাণ করা হচ্ছে। এই নাটকে একজন সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল কুমার বিশ্বজিৎ-এর । তার জায়গায় কে অভিনয় করছেন তা এখনো জানা যায়নি।

গানের মানুষ হিসেবে আপাতত গান নিয়েই থাকছেন তিনি। ঈদকে ঘিরে ইতিমধ্যেই তিনটি মিউজিক ভিডিওর কাজ শুরু করেছেন।

এর মধ্যে আছে শহীদুল্লাহ ফরায়েজীর লেখা ‘তুমি থাকো তারার দেশে মুগ্ধ সারা মাস’, আহমেদ রিজভীর লেখা ‘কত ফাগুন এনে দিলে তোমার হৃদয় গলবে’ ও  কালা শাহ’র প্রচলিত ফোক গান ‘আমার মুরশীদ পরশ মনিগো, লোহারে বানাইল কাঞ্চা সোনা’।

গানগুলোর বেশকিছু দৃশ্যের শুটিং আমেরিকায় হয়েছে। ইতিমধ্যে দুটি মিউজিক ভিডিওর কাজ শেষের পথে। বাকিটার কাজও শেষ হবে শিগগিরই।

ঈদের পর আমেরিকায় স্টেজ শো’ করবেন তিনি।