আইজিসিসির আয়োজনে রবীন্দ্রসংগীত সন্ধ্যা

রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করছে ইন্দিরা গান্ধী কালচালার সেন্টার (আইজিসিসি)। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন ভারতীয় সংগীতশিল্পী সুতপা চক্রবর্তী। তবলায় তার সঙ্গে থাকবেন পন্ডিত পরিমল চক্রবর্তী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 12:11 PM
Updated : 16 August 2017, 12:11 PM

রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার (১৯ অগাস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানটি বিনা টিকিটে দেখার সুযোগ দিচ্ছে আইজিসিসি।

সংগীতশিল্পী সুতপা ভারতের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পীদের একজন। তিনি অল ইন্ডিয়া রেডিও ও কলকাতা দুরদর্শনের একজন নিয়মিত শিল্পী। দেশটির বিভিন্ন অঞ্চলে পারফর্ম করেছেন। সংগীত পরিবেশনের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সংগীতের উপর গবেষণা করেছেন তিনি।

পন্ডিত পরিমল চক্রবর্তী ভারতের শীর্ষস্থানীয় তবলাবাদকদের একজন। চারবছর বয়সে বাবা শ্রী নিখিল চক্রবর্তীর হাত ধরে সংগীত জগতে পা দেন তিনি। অল ইন্ডিয়া রেডিওর ‘এ’ গ্রেডের এই শিল্পী রেডিওতে ১৬টিরও বেশি জাতীয় অনুষ্ঠানে পারফর্ম করেছেন পরিমল। টাইমস মিউজিক, টি-সিরিজ ও বিহান মিউজিকসহ খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সিডি প্রকাশ হয়েছে।