ছোটপর্দায় শোকদিবসের অনুষ্ঠানমালা

জাতীয় শোক দিবস উপলক্ষে ছোটপর্দায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। গ্লিটজ পাঠকদের জন্য বিভিন্ন বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানসূচী উপস্থাপিত হলো।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 07:21 AM
Updated : 15 August 2017, 07:21 AM

এনটিভি

দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘চশমা’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- অপূর্ব, মৌসুমী হামিদ, দিলারা জামান, আল মনসুর, নূপুর, সিদ্দিক মাস্টার প্রমূখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান ‘কীর্তি তোমার বহমান’। আবৃত্তি করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শ্যামলী সুলতানা, ইকবাল খোরশেদ, মাহিদুল ইসলাম, প্রজ্ঞা লাবণী। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘আমি তোমাদেরই লোক’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ড. আফসার আহমেদ। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন সাদী মোহম্মদ, শাহাবুদ্দীন, কামাল চৌধুরী, আসাদ চৌধুরী ও আরমান পারভেজ মুরাদ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরে ছন্দে আমার দেশ’। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী পড়শী, ইবরার টিপু, শুভ, নির্ঝর ও পারভেজ।

এটিএন বাংলা

বিশেষ অনুষ্ঠান ‘উদিত সূর্যে বঙ্গবন্ধু’ প্রচার হবে দুপুর ৩টা ১০মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। রাত ৮টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘একটি মুজিব’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। ৮টা ৪৫মিনিটে প্রচার হবে সেলিম দৌলা খানের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘উচ্চারণগুলো শোকের’।  ১০টা ৫৫মিনিটে প্রচার হবে তাশিক আহমেদের পরিচালনায় টক শো ‘পনেরই’। মুস্তাফা নূর উল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন তোফায়েল আহমেদ, কামাল লোহানী এবং মুজাহিদুল ইসলাম সেলিম।

আরটিভি

বিকেল ৪টা ২০ মিনিটে প্রচার হবে ‘সাহিত্যে বঙ্গবন্ধু’। উপস্থাপনা: রাশেদা রওনক খান। অতিথি: নির্মলেন্দু গুন, সেলিনা হোসেন, মুনতাসির মামুন। ৫টা ২০মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামান্য অনুষ্ঠান: মৃত্যুঞ্জয়ী প্রাণ। ১০টা ৫মিনিটে প্রচারিত হবে এম শামসুদ্দিন মিঠু’র প্রযোজনায় বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’। আবৃত্তি করবেন হাসান ইমাম, আজিজুল হাকিম, মুনিরা ইউসুফ মেমী, আরমান পারভেজ মুরাদ। ১১টা ২০মিনিটে বিশেষ লাইভ গানের অনুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’। কণ্ঠশিল্পী: লিজা, ঝিলিক, রাজিব। উপস্থাপনা: শিমুল মুস্তাফা।

মাছরাঙা

দুপুর ১ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রেক্ষাপট নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘টি- ৫৪’। বঙ্গবন্ধু সরকারের সাড়ে ৩ বছরের শাসনামল নিয়ে প্রামাণ্যচিত্র ‘সোনালী দিনগুলি’ প্রচারিত হবে সন্ধ্যা ৬ টায়। বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের কলঙ্ক’ থাকছে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে। সংগীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিয়ে’ থাকছে রাত ১১ টায়। সুজেয় শ্যামের উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন অপু ও নির্ঝর।

দেশ টিভি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেশ টিভি আয়োজন করেছে এক বিশেষ লাইভ ‘‘রক্তমাখা বুকে স্বদেশের ছবি”। সরাসরি সম্প্রচারের এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে পরিবেশিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিভিন্ন গান, কবিতা, থাকছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও জেলখানার রোজনামচা পাঠ এবং স্মৃতিচারণ। আসাদুজ্জামান নূরের সথে আরো পরিবেশনায় থাকছেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক শিল্পী তিমির নন্দী, এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম এবং নতুন প্রজন্মের কন্ঠশিল্পী ঐশিকা নদী। আলমগীর হোসেনের প্রযোজনায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষভাবে সাজানো এ অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে ১৫ আগষ্ট মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত।

চ্যানেল আই

দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধু বিষয়ক বই নিয়ে আলোচনার অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’, উপস্থাপনা করবেন শামসুজ্জামান খান। বিকেল ২টা ৪০ মিনিটে দেখানো হবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অমি ও আইসক্রিম’অলা’, ছবিটি পরিচালনা করেছেন সুমন ধর। বিকেল ৫টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে ‘সোনালী রূপালী গান’, পরিচালনা করবেন ইফতেখার মুনিম। রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে মান্নান হীরার রচনা ও পরিচালনায় নির্মিত বিশেষ নাটক ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মহামহিম বঙ্গবন্ধু’, পরিচালনা করেছেন রাজু আলীম।

দীপ্ত টিভি

রাত ১২টায় বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে বিশেষ টকশো: খোলামঞ্চ