‘অ্যাপসা’র এগারোতম আসরে ‘ডুব’

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) ১১ তম আসরে আমন্ত্রিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ডুব’ ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 04:04 PM
Updated : 14 August 2017, 04:04 PM

আসছে ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্ব চলচ্চিত্রের এ মর্যাদাপূর্ণ আসরে প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রিত হলো মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্মাতা ফারুকী।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, “খুব ভালো লাগছে। বড় প্লাটফর্ম, বড় আসরে অংশগ্রহণ করার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। এর আগে এই প্রতিযোগিতার ৭ম আসরে আমার পরিচালিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি পুরস্কৃত হয়। দেখা যাক এবার কী হয়।”

এর আগে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের অষ্টম আসরে পুরস্কৃত হয় ফারুকীর নির্মিতব্য ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। নবম আসরে প্রথমবারের মতো কো বিদেশী অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিচারক হিসেবে এ অ্যাপসায় অংশ নেন ফারুকী। এগারোতম আসরে ফারুকী ‘ডুব’ তাই নতুন চমকের আভাস দিচ্ছে।

এদিকে, সম্প্রতি সেন্সর সনদ প্রাপ্তির পর আসছে ৩ নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশ ভারত ও পৃথিবীর অন্যান্য দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।  চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, তিশা, পার্ণো মিত্র ও রোকেয়া প্রাচী।

চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ ও ইরফান খান।