লিওনার্দো দ্য ভিঞ্চির চরিত্রে ডি’ক্যাপ্রিও

হলিউডি অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও এবার রেনেসাঁর কিংবদন্তি ইতালীয় শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 01:53 PM
Updated : 13 August 2017, 01:53 PM

এর মাধ্যমে নবমবারের মতো বাস্তব কোনো চরিত্র রূপায়ণের জন্য নির্বাচিত হলেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও। সর্বশেষ জনপদ থেকে বিচ্ছিন্ন এক লড়াকু হিউ গ্লাস-এর চরিত্রে তিনি অভিনয় করেছিলেন ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমায়। বহুবার মনোনয়নের পর এই চরিত্রের জন্যই তিনি প্রথমবারের মতো সেরা অভিনেতার অস্কার জয় করেন।

‘দ্য গ্রেট গ্যাটসবি’ খ্যাত এই তারকা অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন লিওনার্দো দ্য ভিঞ্চির বায়োপিকের। ওয়াল্টার আইজ্যাকসনের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এই সিনেমাটির যৌথ প্রযোজক প্যারামাউন্ট পিকচার্স।

একজন শিল্পী, আর আরেকজন অভিনয়শিল্পী হলেও ভিঞ্চির সঙ্গে ডি’ক্যাপ্রিওর কিন্তু বরাবরই রয়েছে এক আশ্চর্য সংযোগ। কথিত আছে, ইতালির এক জাদুঘরে গর্ভবতী অবস্থায় বেড়াতে গিয়েছিলেন ডি’ক্যাপ্রিওর মা। সেখানে ভিঞ্চির ছবি দেখার সময়ই প্রথমবারের মতো গর্ভস্থ শিশু পেটে আলোড়ন তোলে। ডি’ক্যাপ্রিওর মা তখনই নাকি ঠিক করেছিলেন, ছেলে হলে সন্তানের নাম রাখবেন লিওনার্দো!

মোনালিসা, ভার্জিন অন দ্য রকস, দ্য লাস্ট সাপার-এর মতো কালজয়ী সব চিত্রের জনক লিওনার্দো দ্য ভিঞ্চিকে বলা হয় ইতালীয় রেনেসাঁর অন্যতম প্রাণপুরুষ হিসেবে। কেবল চিত্রশিল্পী হিসেবেই নয়, আবিষ্কারক ও গবেষক হিসেবেও খ্যাতি ছিল তার।

মানব ইতিহাসের অন্যতম প্রতিভাবান এই ব্যক্তিত্বকে নিয়ে ছড়িয়ে আছে নানা ধরণের রহস্যময় গল্প-গাথা। এর সবকিছুই শিল্পীর বায়োপিকে লিওনার্দো ডি ক্যাপ্রিও সঠিকভাবে তুলে আনতে পারবেন বলেই মনে করছেন নির্মাতারা।