দুবাইয়ের বেকারিতে ৫৪কেজি’র ‘দঙ্গল’ কেক

ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমা হিসেবে অভিহিত করা হয়ে থাকে আমির খানের স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’কে। গোটা বিশ্বে ২০০০ কোটি রুপি আয় করা প্রথম ভারতীয় সিনেমা এটি। সম্প্রতি দুবাইয়ের এক বেকারিতে এ সিনেমার দৃশ্য নিয়ে নির্মিত হয়েছে ৫৪ কেজি ওজনের ব্যয়বহুল এক কেক!

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 03:29 PM
Updated : 11 August 2017, 03:30 PM

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উদযাপনের কথা মাথায় রেখেই নির্মিত এই ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কেক’এ স্থান পেলো দেশটির অন্যতম সাড়াজাগানো সিনেমা ‘দঙ্গল’। ৪০ হাজার মার্কিন ডলারের (২৫লাখ রুপি) এ কেকটি প্রায় এক মাস ধরে  ১২০০ কর্মীর সাহায্যে নির্মিত হয়েছে । ৫৪ কেজি ওজনের এ খাদ্যপোযোগী কেকটিতে দেখা গেছে ‘দঙ্গল’এর মহাবীর ফোগাত (আমির খান) ও তার দুই পালোয়ান মেয়ের কুস্তি অনুশীলনের এক  দৃশ্য।

ফেইসবুক পোস্টে কেকটির ছবি প্রকাশ করেছে দুবাইয়ের ব্রডওয়ে বেকারি। ছবির ক্যাপশনে তারা লিখেছে, “আমাদের একজন ক্রেতার জন্য এ কেকটি বানানো হয়েছে। এতে প্রায় ৭৫ গ্রাম খাদ্যেপোযোগী স্বর্ণ, বেলজিয়ান চকোলেট, চিনি, চকোলেট স্পঞ্জ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান ব্যবহার করা হয়েছে। এটি একশ ভাগ খাদ্যেপোযোগী।”

অনায়াসে ২৪০ জন অতিথি অ্যাপায়্যন করা যাবে একটি কেক দিয়ে এমনটাই দাবি করছে বেকারিটি।