দেবলীনা সুরের ‘এসো নীপবনে’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে (৬ই আগষ্ট) মিউজিক ভিডিও নিয়ে আসছেন রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 03:07 PM
Updated : 5 August 2017, 03:07 PM

‘এসো নীপবনে’ শিরোনামে রবিঠাকুরের বর্ষার গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে তাকে।

সংগীতায়োজন করেছেন সৌরভ চট্টোপাধ্যায়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সুমন সাহা। ডিওপি হিসেবে ছিলেন দেবাশিস রুদ্র শর্মা। সপ্তাহখানেক আগে শুরু হয়েছিল মিউজিক ভিডিওর শুটিং। দফায় দফায় সিলেটের একটি গ্রামে ও রাজধানীর রমনা পার্কে শুটিং হয়েছে। শুটিং শেষ হয়েছে গতকাল (৪ আগস্ট)।

দেবলীনা সুর গ্লিটজকে বললেন, “গানটা ট্রাডিশনাল মুডে করা। বর্তমানে গানের যে ধরণের আধুনিকায়ন হচ্ছে তার বাইরে এসে গানটা করা হয়েছে। রেকর্ডিং থেকে শুরু করে বেশিরভাগ কাজই কলকাতায় করেছি। সৌরভ চক্রবর্তীর মতো গুণী মানুষ এটির সংগীতায়োজন করেছেন।”

তার প্রত্যাশা, “গানটা সবার কাছে পৌঁছাক। এতেই আমাদের সার্থকতা।”

নির্মাতা সুমন সাহা গ্লিটজকে বললেন, “বর্ষাকাল চলছে, সেকারণেই বর্ষার গানটা নির্বাচন করি আমরা। আর যেহেতু কবিগুরু প্রয়াণ দিবস তাই এই গানটাই উপযোগী ছিল। গানের কথার সঙ্গে সঙ্গতি রেখেই বৃষ্টি নিয়ে সাজানো হয়েছে ভিডিওটি।”

ইউটিউব চ্যানেলের পাশাপাশি একাধিক টিভি চ্যানেলেও প্রচার হবে গানটি।