চমকপ্রদ গল্প নিয়ে নওয়াজউদ্দিনের ‘কার্বন’

প্রথম পোস্টারেই সাড়া ফেলেছিলো বৈজ্ঞানিক কাহিনিনির্ভর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘কার্বন’। নওয়াজউদ্দিন সিদ্দিকী, জ্যাকি ভাগ্নানি ও প্রাচী দেশাই অভিনীত এ সিনেমার ট্রেইলারে মিললো নতুনত্বের স্বাদ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 03:25 PM
Updated : 27 July 2017, 03:25 PM

২০৬৭ সালের অক্সিজেন শূন্য পৃথিবী। জীবন বাঁচাতে কারখানা থেকে উচ্চমূল্যে অক্সিজেন কিনে ব্যবহার করছে মানুষ। এমনই এক চমকপ্রদ গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য হিন্দি সিনেমা ‘কার্বন’। ‘লার্জ শর্ট ফিল্ম’ প্রযোজিত এ সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন মৈত্রী বাজপেয়ি ও রমিজ ইলহাম খান।

ট্রেইলারে দেখা গেছে অক্সিজেন ব্যবসাকে কেন্দ্র করে অপরাধ চক্রের লোমহর্ষক কিছু ঘটনা। এতে ভিনগ্রহী মানুষের চরিত্রে স্পেস স্যুট পরা নওয়াজউদ্দিনকে দেখে চমকে যাবেন সকলে। সিনেমার ট্যাগ লাইন ‘স্টোরি অফ টুমোরো’- শুনেই বোঝা যায় বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের মতো ভয়াবহ সমস্যাগুলো ভবিষ্যত পৃথিবীতে কি প্রভাব ফেলবে- এমনই এক গল্প শোনাতে যাচ্ছে ‘কার্বন’। 

১৩ জুলাই আইফা পুরস্কার অনুষ্ঠানে ‘কার্বন’এর প্রথম পোস্টারটি প্রকাশ করা হয়। শিগগিরি ‘লার্জ শর্ট ফিল্ম’য়ের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।