‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে বছরের শেষ প্রদর্শনী

আগামী ২৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও থাকছে চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক মতবিনিময়মূলক বক্তৃতা ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 11:51 AM
Updated : 26 July 2017, 11:51 AM

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজিত ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্যচলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব। উৎসবের শেষ মাসের বা জুলাই মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই।

প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৩টায়, বিকাল ৪টা ৩০মিনিটে ও সন্ধ্যা ৭টায়। এছাড়া বিকাল ৫টা ৩০মিনিটে ১০ম বারের মত আয়োজিত হচ্ছে ‘সিনেমা ফাইভ আলাপ’। ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৬-২০১৭’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী আয়োজন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

‘সিনেমা ফাইভ আলাপ’ চলচ্চিত্র শিল্প বা চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক মতবিনিময়মূলক বক্তৃতা আয়োজন। প্রতিমাসে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’এর নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র-সংশ্লিষ্ট নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে ‘সিনেমা ফাইভ আলাপ’ এর আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের আলাপের বিষয় ‘বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলন, চলচ্চিত্র চর্চা এবং আমাদের স্বপ্ন ও বাস্তবতা’। এবারের বক্তা হিসেবে থাকছেন আয়োজনটির উদ্যোক্তা চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক বেলায়াত হোসেন মামুন।

তিনি জানান, উৎসবে জুলাই মাসে জমা হওয়া চলচ্চিত্রগুলোর থেকে সম্মানিত জুরি সদস্যদের বিবেচনায় নির্বাচিত ৫টি স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। এছাড়া এই মাস ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৬-২০১৭’ এর শেষ মাস হওয়ায় বিশেষ বিবেচনায় প্রদর্শিত হবে গত বছরের উৎসবের শ্রেষ্ঠ নির্বাচিত ৩টি চলচ্চিত্রের।

বিকাল ৩টায় প্রদর্শিত গত বছরের উৎসবের শ্রেষ্ঠ নির্বাচিত নির্মাতা আমিনুর রহমান মুকুল নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘অবরোধ’ এবং শ্রেষ্ঠ নির্বাচিত নির্মাতা পলাশ রসূল নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘হেফাজতনামা’।

বিকাল ৪টা ৩০মিনিটে প্রদর্শিত হবে জুলাই মাসের নির্বাচিত ৫টি স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র। নির্মাতা মোহাম্মদ আরাফাত মল্লিক নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘টিপ’ (উদ্বোধনী প্রদর্শনী), নির্মাতা ফরিদ বাশার শাফিন নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘আমাদের বসন্ত’ (উদ্বোধনী প্রদর্শনী), নির্মাতা ভিকি জাহেদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘রূপ’ (উদ্বোধনী প্রদর্শনী), নির্মাতা মো. আবিদ মল্লিক নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘পথ’ এবং নির্মাতা শৈবাল সারোয়ার নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র  ‘ইন দ্য শ্যাডোস’ (উদ্বোধনী প্রদর্শনী)।

এছাড়া, সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’এর গতবছরের শ্রেষ্ঠ নির্বাচিত নির্মাতা আকরাম খান নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘ঘাসফুল’।

উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী ও ‘সিনেমা ফাইভ আলাপ’ সকলের জন্য উন্মুক্ত থাকবে।